" আর নেই চাচা জান"!!

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৭:০৬ রাত

প্যান্ট শার্ট পরলেই

বউ কয় যান কই?

খিট খিটে স্বরে বলি

আমি তো বেকার নই।।

-

রাস্তায় নামতেই

টুস টাসে যায় কান,

এদিকে বউয়ের মন

করে হায় আনচান।

-

হ্যালো,তুমি কই গো?

আমি কই আস্তে,

তোর কথা শুনবো

পারি যদি বাঁচতে।

-

ভয়ে ভয়ে চায় দেখি

ধমা ধম নামছে,

দাড়ি দেখে বলে শালা

ধর ওরে খামছে।

-

নামাজটা পড়ে যেই

বের হলো চাচা জান,

হায়েনার মতো দেখি

জোর করে মারে টান।

-

ভোর হলে শুনা গেলো

চাচা জান আর নেই,

হায়েনার বন্দুক যুদ্ধের

নাটকেই ।

-

এভাবেই কাটছেই

দিন আর রাত্রী,

হায়েনার কবজায়

আজ ভূমি মাতৃ।

বিষয়: সাহিত্য

১৩৪৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302646
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : এখন যায় চাচাজান,
পরে যাবে চাচী,
দেখিয়ে যাবই দেখো,
যদি আমি বাঁচি৷
302671
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৪
আফরা লিখেছেন : বাংলাদেশ একটা মৃত্যুপুরী । সব মানুষ আতংকের মাঝে বসবাস করছে , এর শেষ কবে হবে ?
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২১
244922
বিদ্রোহী কবি লিখেছেন : শেষ হবেই ইনশাআল্লাহ
302672
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৫
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২১
244921
বিদ্রোহী কবি লিখেছেন : :Thinking
302706
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৩৪
সজল আহমেদ লিখেছেন : বাংলাদেশের কবিগুলার এই একটাই দোষ !
প্রথমে ভাবছিলাম বৌর লগে লগে কমেডি কবিতা হইব কিন্তু সেইখান থেইকা প্যাঁচাইতে প্যাঁচাইতে রাজনীতিতে ঢুকাইয়ালাইছে।প্রতিভা দেইখা আমি হতাশ !
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২০
244920
বিদ্রোহী কবি লিখেছেন : আমিও হতাশ দাদাStraight Face

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File