এরা কারা?

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:১২:৩৬ রাত



চাপাতি আর চাকু হাতে

এরা কারা?

দস্যি ছেলে?

হেসে খেলে,

সহপাঠির ঠিক ভূ্রিতে

দেয় যে নাড়া!

এরা কারা?

-

ছাত্র এরা?

হল দখলে,দেয় যে তুলে, কোন সেই ভেড়া?

শিক্ষককেরাও?

হা হা তাইতো বলি-

সোনার ছেলে, তাদের কেন দেবে ঘেরাও।

-

মেধাবীদের বের করে যেই সুঁই ডুকালি

সেই সুঁই তো করবে তোদের জালি ফালি

দেবে সবাই করতালি।

-

কবে তোদের শিক্ষা হবে?

লাথির কপাল হইলে কি আর বাকী রবে?

-

এই ছাত্র নামের কুলাঙ্গার আর শিক্ষকেরা-

ভার্সিটি আর করলো কলেজ শেষ,

তাদের জন্য লজ্জিত আজ প্রিয় বাংলাদেশ।

বিষয়: সাহিত্য

১৬১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304819
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দেখে তো মনে হচ্চে শিবির। কারণ শিবিরের এমন চাপা চাপা দাড়ি থাকে
১৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৩
246818
বিদ্রোহী কবি লিখেছেন : আমিও তো হেইডা ভাবছি, কিন্তু এরা যে লীগের কুত্তা!!
304821
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি জে বলেন???
এরা আপনার মতই বিদ্রোহি ছাত্র!!
খালি বিদ্রোহটা কার বিরুদ্ধে সেটাই নিজেরা জানেনা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File