আন্দোলনের সংলাপ (স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০৮:৩৭ রাত

-কি জ্বলে বলতো?

- কেন, আগুন জ্বলে |

-আর

-চৈত্রের দুপুরে জ্বলে ধরিত্রী|

-আর কি জ্বলে?

-আঁধার রাতে জোনাক জ্বলে,

জ্বলে বয়ে চলা লাভার স্রোত,

আর তোমার সিগারেট জ্বলে অনির্বাণ|

-বলেছ বেশ, আর কিছু জ্বলে?

-এত ধাধা ধরছ আজ?

-না, ধাধা নয়, আরো জ্বলে

বুকের ধিকি ধিকি আগুন |

-মানে?

- এই স্বৈরাচারী শাসনে

হারিয়ে যাওয়া বন্ধু, পরিচিত অপরিচিত

সব মানুষের রক্তের প্রতিশোধ নিতে,

গণতন্ত্রের আজ এই নির্বাক পথভ্রষ্টতায়

এ'হৃদয়ে আজ আগুন জ্বলে |

বিষয়: বিবিধ

৯৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304820
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:০১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খালি জ্বলেরে কেউ নিভানোর নেই
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:০৯
246751
কাব্যগাথা লিখেছেন : ধন্যবাদ |
304829
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৭
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১২
246752
কাব্যগাথা লিখেছেন : ধন্যবাদ,আমার কবিতা পড়ার জন্য|পড়ে বিরক্ত হলে(মোজিসগুলো কঠিন মনে হলো!) সরি|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File