একটি সুন্দর সকাল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৪৮:০২ রাত
এখানে শীতে সূর্যের দেখা পাওয়া মুশকিল। যদিও ওরেগনে ঠান্ডা বেশী নয় কিন্তু শীতের আকাশে সূর্য্য বেশ কঠিন ব্যাপার। আজ সকালটা বেশ রোদ ঝলমলে। ফজরের নামাজের পর অভ্যাসবশত আবারও ঘুমালাম কিন্তু দেশ থেকে একজন মিসকল করে ঘুম ভাংগালো। আবারও ঘুম দিলাম,এবার একজন এসএমএস করল। এবার উঠলাম এবং মনে হল বাইরে আলোর বন্যা বইছে। একটু দেখেই ভাল লাগল। তাপমাত্রা এখন ১৭ ডিগ্রী সেলসিয়াস।
গতকাল উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে অত্যন্ত সুন্দর একটি এলাকায় পৌছে গেলাম্ । সেটা পুরোপুরি ফার্ম এরিয়া। সবুজ ঘাসের মাঠে গরু,ভেড়া ,ঘোড়া চরে বেড়াচ্ছে দেখলাম। হঠাৎ রোরিং রিভার রোড দেখলাম এবং সে বরাবর চলে গেলাম।
খানিক পর দেখলাম এক অসম্ভব রুপবতী নদী আওয়াজ তুলে অগ্রসর হচ্ছে। সত্যিই চমৎকার নদী।
এরপর একটি হ্যাচারীতে গেলাম। এটির স্বত্তাধিকারী হল স্টেট। বিভিন্ন ধরনের মাছ দেখলাম। একটি ছোট এক্যুরিয়ামে দেখলাম বিশাল বিশাল শ্যামন রাখা আছে। দেখে ভাল লাগল। বড় আকৃতির স্টার্জেন মাছও আছে দেখলাম। এগুলো ২০ ফুট পর্যন্ত লম্বা হয়। এরা এত সুন্দরভাবে সবকিছু রক্ষনাবেক্ষন করে যে ভাল লাগবেই।
এটি একটু উচু স্থান। এদিকে আজ মেঘলা আকাশ। ঠান্ডাও একটু বেশী। তারপরও খুব ভাল লাগল। আসলে মনে শান্তি থাকলে সবকিছুতেই ভাল লাগে।
(সব শেষে যারা আমার হ্যাটের নীচের চুল সম্পর্কে সন্দেহ পোষন করে তাদের জন্যে হ্যাটটি খুললাম )
বিষয়: বিবিধ
১৫৫৩ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে চাচা লাগছে কেন ? ফর্সা ছেলেদের মেয়ে মেয়ে লাগে ।
লেখাটা ভালই হয়েছে ভাল ও লেগেছে আর আমাদের এখানে ও আজকে সূর্য আলো দিয়েছিল বেশ যদিও অনেক ঠান্ডা ।
সবশেষে ধন্যবাদ লেখাটা লেখার সময় আমার কথা মনে রেখেছেন তাই মুন্না ভাইয়া ।
হুমম হ্যাট পরলে খারাপ লাগেনা,তাই পরি আমার বেশ কিছু হ্যাট আছে যা আমার পছন্দ। এক সময় ওয়েস্টার্ণ কাউবয় স্টাইল হ্যাটও পরেছি...
আমাকে চাচা লাগার কোনো কারন নেই। তবে আমি নানা। আমার ভাগনীর ছেলে সম্পর্কে আমার নাতী।
আমি আসলে ফর্সা নই,তবে উজ্জ্বল শ্যামলা। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটি শক্ত সামর্থ শরীর দিয়েছেন। ...বেশ কিছু ন্যাশনাল গোল্ড মেডেল আছে আমার ফাইটার হিসেবে।.. জীম করিনা কিন্তু ভি-শেপ ওরকমই থাকে ১২ মাস।
কিন্তু কথা হচ্ছে,আমার নাম জানলেন কিভাবে ?
মুন্না ভাই (ডিগ্রি কি?)
আমি উনার সম্পর্কে তেমন কিছুই জানি শুধু উনার নামটাই জানি @ এবেলা ওবেলা
আর হ্যা, আপনার বায়ো কিন্তু আমি আজ অবধি পাইনি! কোন ঠিকানায় দেবেন সেই ওজর কিন্তু এখন আর ধোপে টিকবে না!
‘মুন্না ভাই জিন্দাবাদ।’
ধারনা করছি রোরিং রিভের কলম্বিয়া রিভারের উপনদী হবে।
আমার খালার একমাত্র মেয়ে ইউরোপে বড় হয়েছে আদো আদো বাংলা বলতে পারে - তাই খালার ইচ্ছা একটা বাংলাদেশের একটি পরেজগার ছেলের হাতে তুলে দিয়ে তার মেয়েকে ইসলামের আলোকে চলার জন্য সাহায্য করা।খালার সমন্ধয়ে একটু বলি খালু পরকালে যাওয়ার আগে রেষ্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত ছিল তাই উনাদের ৫ টা রেস্টুরেনেন্ট আছে ইউরোপে উনি একাই দেখাশুনা করেন আর উনার একমাত্র ছেলে এখনও অনেক ছোটো- আজ এই টুকু বললাম-- এখন আপনি যদি এ বিষয়ে কিছু বলতে চান- আমাকে জানিয়ে বাধিত করবেন.।
আর এই পোষ্টে আপনাকে কেপ ছাড়া এরকম সুঠাম দেহের অধিকারি ছবিতে বেশ ভাল দেখাচ্ছে -- এইটুকু আমার অভিমত আপনার এই পোষ্ট নিয়ে..।
আপনি আমাকে একটি মেইল করতে পারেন।
কারন,, কিছু কিছু সময় বলিয়া দেয়। দোয়া রইলো।
হঠাত নিজের ছবি দিলেন বিশেষ ভাবে বলে!!
সম্ভবত ফিডার বোতল এর সপ্নে প্রতিক্রিয়া হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন