ভাঙছে

লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ২৮ অক্টোবর, ২০১৪, ০৬:৩০:৫৩ সন্ধ্যা

ভাঙছে নদী ভাঙছে খাল

ভাঙছে সময় মহাকাল।

ভাঙছে সাঁকো ভাঙছে ব্রীজ

ভাঙছে ঘরের দামী ফ্রিজ।

ভাঙছে বাড়ী ভাঙছে ঘর

ভেঙ্গে যাচ্ছে কন্ঠস্বর ।

ভাঙছে আরশি ভাঙছে কলম

হাত ভাঙলে লাগায় মলম ।

ভাঙছে ডাল পাখির বাসা

ভাঙছে সকল মনের আশা।

ভাঙছে বোতল ভাঙছে শিশি

ভাঙছে দালান দিবানিশি ।

ভাঙছে হৃদয় ভাঙছে মন

ভাঙছে সড়ক সারাক্ষণ।

ভাঙছে আড্ডা ভাঙছে আসর

ভাঙছে বিয়ে ভাঙছে বাসর ।

ভাঙছে পার্টি ভাঙছে দল

ভেঙ্গে যাচ্ছে কোলাহল ।

চনা ভাংছে ঘরের যাঁতায়

ভাঙছে কাঁঠাল পরের মাথায় ।

বিষয়: সাহিত্য

১০৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279016
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
অনেক পথ বাকি লিখেছেন : এত ভাঙাভাঙি তবে জোড়া লাগবে কবে? Day Dreaming Day Dreaming
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
222705
এনামুল হক মানিক লিখেছেন : জোড়া লাগার কোন সম্ভাবনা নাই ভাইয়া ।
ধন্যবাদ, ভালো থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File