কো ন চো রে রা সু ই স ব্যাং কে
লিখেছেন লিখেছেন মন সমন ২৮ অক্টোবর, ২০১৪, ০৭:০১:২৫ সন্ধ্যা
কো ন চো রে রা সু ই স ব্যাং কে
... ... ... মু হা ম্ম দ ই উ সু ফ
কোন চোরেরা সুইস ব্যাংকে
জমায় হাজার কোটি
কোন ডাকাতের বেগম বিবি
বেগমপাড়ায় থাকে ?
তুই লুটেরা, তুই ডাকাত
আসুন সবাই ডাকাত ধরি ।
পাচার করা চোরাই টাকায়
দালান বানায় যারা
তাদের বেগম বেগমপাড়ায়
আমজনতার রক্তচুষে পিচাশসুখে
বানায় সর্বহারা !!
তুই লুটেরা, তুই ডাকাত
আসুন সবাই ডাকাত ধরি ।
চোর ডাকাত আজ লুকিয়ে আছে
নেতার ছদ্মবেশে
আসুন সবাই ডাকাত ধরি
সত্য ভালবেসে ।
তুই লুটেরা, তুই ডাকাত
আসুন সবাই ডাকাত ধরি ।
২৮-১০-২০১৪
ঢাকা, বাংলাদেশ ।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধইরা ধইরা জবাই করি
মন্তব্য করতে লগইন করুন