'' বাসবে তোমায় ভালো''

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ২৮ মে, ২০১৪, ০৪:১৮:৩০ বিকাল



অশ্রু সিক্ত নয়ন জলে,ভাসে তোমার ছবি,

ঘাসের ডগায় শিশির ভেজা,জ্বলে ভোরের রবি,

পথ হারালে পথ খুঁজে পাই,পাই না খুঁজে মন,

সঙ্গপানে পাই না খুঁজে আমার আপন জন।

এলোমেলো পথ যে হারায়, তোমার ভাবনায়,

বিষন্নতায় ঢুবে আছি সুখের চেতনায়,

দূরের মানুষ হয়ে আমি,আছি তোমায় ছাড়া,

আকাশ রাতে চেয়ে দেখ,দেখবে ছোট্ট তারা।

ভাবনাতে মোর দিন যাপন,স্বপ্নে তে যায় রাত,

মিছে মায়াই বসে আছি,বাড়িয়ে দিয়ে হাত,

রাতের সাথে সন্ধি আমার,জোৎস্না দেবে আলো,

আমার চেয়ে নেই কেহ আর বাসবে তোমায় ভালো।

২৮-০৫-২০১৪ ইং __________পারভেজ রুমি''

বিষয়: সাহিত্য

১১৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227489
২৮ মে ২০১৪ বিকাল ০৪:৪১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : রাতের সাথে সন্ধি আমার,জোৎস্না দেবে আলো,
আমার চেয়ে নেই কেহ আর বাসবে তোমায় ভালো।

তাই নাকি? Day Dreaming
৩১ মে ২০১৪ বিকাল ০৪:৫০
175396
ইচ্ছা পূরণ লিখেছেন : জ্বি তাই..... Talk to the hand
ধন্যবাদ আপনাকে।
227500
২৮ মে ২০১৪ বিকাল ০৫:০৮
প্রবাসী আশরাফ লিখেছেন : প্রীয়াকে প্রীতি ডোরে বেঁধে রাখার আকূতিপূর্ন কাব্য ভাল লেগেছে। প্লাসিত ধন্যবাদ।
৩১ মে ২০১৪ বিকাল ০৪:৫০
175398
ইচ্ছা পূরণ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ...।
227504
২৮ মে ২০১৪ বিকাল ০৫:১১
শিশির ভেজা ভোর লিখেছেন : Fantastic Fantastic
৩১ মে ২০১৪ বিকাল ০৪:৫১
175399
ইচ্ছা পূরণ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ...।ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File