'' বাসবে তোমায় ভালো''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ২৮ মে, ২০১৪, ০৪:১৮:৩০ বিকাল
অশ্রু সিক্ত নয়ন জলে,ভাসে তোমার ছবি,
ঘাসের ডগায় শিশির ভেজা,জ্বলে ভোরের রবি,
পথ হারালে পথ খুঁজে পাই,পাই না খুঁজে মন,
সঙ্গপানে পাই না খুঁজে আমার আপন জন।
এলোমেলো পথ যে হারায়, তোমার ভাবনায়,
বিষন্নতায় ঢুবে আছি সুখের চেতনায়,
দূরের মানুষ হয়ে আমি,আছি তোমায় ছাড়া,
আকাশ রাতে চেয়ে দেখ,দেখবে ছোট্ট তারা।
ভাবনাতে মোর দিন যাপন,স্বপ্নে তে যায় রাত,
মিছে মায়াই বসে আছি,বাড়িয়ে দিয়ে হাত,
রাতের সাথে সন্ধি আমার,জোৎস্না দেবে আলো,
আমার চেয়ে নেই কেহ আর বাসবে তোমায় ভালো।
২৮-০৫-২০১৪ ইং __________পারভেজ রুমি''
বিষয়: সাহিত্য
১১৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার চেয়ে নেই কেহ আর বাসবে তোমায় ভালো।
তাই নাকি?
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন