'' দূরের পথে ''

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ১৯ মে, ২০১৪, ০৪:৫২:২৩ রাত



'' আজ দূরের পথে পা বাড়ালাম,হারিয়ে যাব বলে,

দূরে গিয়েও তোমায় আমি

দেখতে পাবো বলে......

মনের উঠান শূণ্য যে আজ,বুঝার মানুষ নাই,

মনের কষ্ট মনে রেখে,

দূরে হারাবো তাই.......

একটু চাওয়া ,একটু পাওয়া মনে তে নাই সুখ,

আপন করে নিয়ে তুমি,

কেন দিলে দুখ.......

যখন তুমি ছিলে একা,হাত বাড়ালাম আমি,

জীবন এখন পূর্ন তোমার ,

একা হলাম আমি......

হয়তো আমি হারিয়ে যাবো,হাজার তারা মাঝে,

তারা হয়ে দেখবো তোমায়,

রাতের বেলার সাজে........

আজ দূরের পথে পা বাড়ালাম,

হারিয়ে যাব বলে.........!!!

বিষয়: সাহিত্য

৮৮২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223331
১৯ মে ২০১৪ দুপুর ১২:৪৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : প্রিয়া আপনার সাথে দুই নাম্বারী করছে। সমস্যা নাই মনে কষ্ট নিয়েন না। একটা গান আছেনা
‘তুমি যদি ভালো থেকো আমাকে ছাড়া
আমি কেন পারবো না’
দারুন কবিতা। অনুভূতির সহজ সরল বর্ণনা।
১৯ মে ২০১৪ দুপুর ০৩:২৭
170734
ইচ্ছা পূরণ লিখেছেন : অনেক ধন্যবাদ......।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File