'' প্রেম শূণ্য মন ''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ১২ মে, ২০১৪, ১০:৪৫:১৫ রাত
'' চোখে চোখ রেখে হেসে ছিলাম,
হৃদয়ের কাছে আসে বসে ছিলাম,
হাতে হাত রেখে,ঠোঁট নেরে বললাম,
ভালবাসি তোমায়,শুধু তোমায়.........।
কখনো আমি জানতে চাইনি,
আমার প্রতি তোমার এই প্রেম,
কতটুকু সত্য বা মিথ্যা ছিল,
তবু অন্ধ বিশ্বাসে ভালবেসেছি তোমায়.........।
হঠাৎ এই ভাবে তোমার চলে যাওয়া,
আজও মেনে নিতে পারিনি আমি,
স্মৃতিময় অতীত নিয়ে কাটে প্রতিটা ক্ষন,
তুমি নেই বলে একলা এই জীবন,
হৃদয়টা হলো আজ প্রেম শূণ্য মন......!!!
১২-০৫-২০১৪ ইং
বিষয়: সাহিত্য
৯৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন