'' প্রেম শূণ্য মন ''

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ১২ মে, ২০১৪, ১০:৪৫:১৫ রাত



'' চোখে চোখ রেখে হেসে ছিলাম,

হৃদয়ের কাছে আসে বসে ছিলাম,

হাতে হাত রেখে,ঠোঁট নেরে বললাম,

ভালবাসি তোমায়,শুধু তোমায়.........।

কখনো আমি জানতে চাইনি,

আমার প্রতি তোমার এই প্রেম,

কতটুকু সত্য বা মিথ্যা ছিল,

তবু অন্ধ বিশ্বাসে ভালবেসেছি তোমায়.........।

হঠাৎ এই ভাবে তোমার চলে যাওয়া,

আজও মেনে নিতে পারিনি আমি,

স্মৃতিময় অতীত নিয়ে কাটে প্রতিটা ক্ষন,

তুমি নেই বলে একলা এই জীবন,

হৃদয়টা হলো আজ প্রেম শূণ্য মন......!!!

১২-০৫-২০১৪ ইং

বিষয়: সাহিত্য

৯৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220830
১২ মে ২০১৪ রাত ১১:১৭
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
১৯ মে ২০১৪ রাত ০৪:৪৯
170604
ইচ্ছা পূরণ লিখেছেন : ধন্যবাদ..... আপনাকে ।
221188
১৩ মে ২০১৪ রাত ১১:০৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চোখ থাকার পরও অন্ধভাবে ভালোবাসলেন কেন তাই খেসারত দিতে হচ্ছে। সুন্দর কবিতা। আরো সুন্দর হোক বিষয় ভাবনা শব্দচয়ন। শুভ কামনা কবির জন্য
১৯ মে ২০১৪ রাত ০৪:৫০
170605
ইচ্ছা পূরণ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ..... ভাই।কথা টা ঠিক বলেছেন.....।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File