''আমি আজও বুঝিনি''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০৯ মে, ২০১৪, ০৪:০৯:৩৮ বিকাল
অজানা মনে,অজানা ক্ষনে,
দিয়েছি তোমায় মন.......
কাছে মানুষ ভেবে তোমায়,
করেছি আপন জন.......!!!
প্রথমে তুমি তো আমাই সুখের পরশ দিলে,
তবে এখন কেন কষ্টের সাগরে ভাসালে.......
আমার সময় কেটেছে,তোমার ভালবাসাই,
সব সময় তোমাকে ,আমার আপন জানতাম.........
তবে কেন তুমি বদলে গেলে,
এই রকম তুমি কেন করলে............
কখনো যদি বর্ষার মেঘ হয়ে আসি,
তোমায় যদি দেখি,আমার দু'চোখ ভরে.........
কেউ তো নেই আমার তুমি ছাড়া,
আমার পথ চলা তো সবই এর মাঝে.........
সুরে সুরে গান কবিতাই,
তোমাকে খুঁজে এই মন.......
মনের অনুরাগে বাজে এই কোন রাগেনি,
কাছে এসে কেন,কাছে আসতে পারিনি.......
আমি আজও বুঝিনি...... !!!
বিষয়: সাহিত্য
১৩৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
তোমাকে খুঁজে এই মন.......
মনের অনুরাগে বাজে এই কোন রাগেনি,
কাছে এসে কেন,কাছে আসতে পারিনি.......
আমি আজও বুঝিনি...... !!!
এইটুকু তো একটা গান। আপনি নকল করেছেন কেনো তার জবাব দিন।
মন্তব্য করতে লগইন করুন