''অভিমানী মন'' (২)

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০৯ মে, ২০১৪, ০৩:০৩:০১ রাত



অভিমানী মন আমার কাঁদে দেখতে তোমায়,

কাছে এসে বলতে ইচ্ছে করে ভালবাসি তোমায়.....

ছবি হয়ে আছো তুমি আমার মিষ্টি অভিলাসে,

ঘাসফুল নদী জল,আকাশে বাতাসে,

অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে.........।

অভিমানী মন আমার ,

আজও আছে তোমার অপেক্ষাতে......

কথায় কথায় যত বলি,হয় না তো শেষ কথা,

চোখে চোখে চেয়ে চেয়ে,লিখে যাবো কবিতা..........।

অভিমান করেছি বলে,ভেবো না,

তোমার থেকে দূরে সড়ে আছি......

অভিমান ভেঙ্গে যদি কাছে ডাকো,

অভিমানী মন তখন হবে যে তোমার...........।

বিষয়: সাহিত্য

১৮০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219334
০৯ মে ২০১৪ সকাল ০৭:৫১
পরিচিত লিখেছেন : ফিরে যাওয়ার এক অভিব্যক্তি প্রিয় মানুষের কাছে--- এভাবে লেখার প্রাণ দিলেন-- ভালো লাগলো-- ধন্যবাদ--
০৯ মে ২০১৪ বিকাল ০৪:১৮
167188
ইচ্ছা পূরণ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
219394
০৯ মে ২০১৪ সকাল ১১:৩৬
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ মে ২০১৪ বিকাল ০৪:১৯
167189
ইচ্ছা পূরণ লিখেছেন : শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File