''তোমার অপেক্ষায়''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০৪ মে, ২০১৪, ০৪:২৫:১৯ রাত
'' চাঁদ শূন্য রাত,হাজার তাঁরার মেলা,
অপেক্ষার পহর গুনি,আসবে তুমি কোন বেলা.....
মিটি মিটি তাঁরার সাথে,বলবো আমি কথা,
তুমি যদি না এসে করো হেলা......
বৃষ্টি জল এসে ধোলা দেয় মনে,
তুমি আসবে শুনে ,চেয়ে থাকি পথের পানে.........
নিঝুম রাত ,দক্ষিনা হাওয়া বয়ছে শন শন,
হাসনাহেনা ফুলের সুগন্ধে ভরে উঠে মন........
একে একে নিবে গেল,সব গুলো তাঁরা,
একা আমি বসে আছি ,হয়ে দিশাহারা..........
আশাই আশাই রাত পুরালো,
তোমার অপেক্ষায়_____!!!
বিষয়: সাহিত্য
১৪৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফ্রি উপদেশ সাথে শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন