''দিগন্তের শেষ সীমানাই"
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০৩ মে, ২০১৪, ০৩:২৮:৩৭ রাত
দিগন্ত মন ছুঁয়ে বলে,
হৃদয়ের কাছে আসে হাতটা ধরো......
মনের গহীনে পড়ে থাকা স্মৃতি,
অতীতের কথা ভুলিতে নাহি পারি.......
গোধূলী বিকাল বেলা,স্বর্ন ময়ী রং,
হাত ধরে চলেছি পথে,রংধনু সাত রং......
শিশির ভেজা ঘাসের ডগায়
আলতা রাঙ্গা পায়,
আলতো ছোঁয়ায় ভিজিয়ে দেয়
আহা কি মায়ায় .........।
মন খুঁজে মনের টানে,
আমি খুঁজি তোমায়.......
তোমায় নিয়ে হারাতে চাই,
দিগন্তের শেষ সীমানাই........।
০২-০৫-২০১৪ ইং
বিষয়: সাহিত্য
৭৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন