''অভিনয়''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০১ মে, ২০১৪, ০৩:১৩:০৭ রাত
''আমি কাছে আসাটা হয়তো,
তোমার কাছে মিথ্যা ছিল.....
আমার কথাটা হয়তো,
তোমার কাছে মিথ্যা ছিল.....
আমার চাওয়াটা হয়তো,
তোমার কাছে মিথ্যা ছিল......
আমার ভাল লাগাটা হয়তো,
তোমার কাছে মিথ্যা ছিল.....
তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটা হয়তো,
তোমার কাছে মিথ্যা ছিল.....
এত গুলো মিথ্যার মাঝে,
একটা সত্য ছিল.....
তা হলো,তোমার জন্য,
আমার বুক ভরা ভালবাসা......
তবে কি ভেবে নিবো,
সব ছিল তোমার ''অভিনয়''......!!!!
০১-০৫-২০১৪ ইং......
বিষয়: সাহিত্য
৯০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন