ALL ABOUT THE CHILDREN
লিখেছেন লিখেছেন শিশুর জন্য ০৫ এপ্রিল, ২০১৪, ০২:৫০:১৬ দুপুর
চলো পড়ি
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
লিখেছেন : আলী আজমেরিয়া
বারো নারকেলে
ঘাড় ভাঙে তেরো
গুরু রাগ করে
ঘর থেকে বেরো !
যারা আন পড়া
রগ চটা খোকা,
তারা নয় জেনো
খুব বেশি চোখা।
চলো বই পড়ি
আর লিখি লেখা,
যাবে জ্ঞান পাওয়া
হবে সব শেখা।
বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/
বিষয়: বিবিধ
১০৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন