ছড়ায় ছড়ায় বৃষ্টি

লিখেছেন লিখেছেন শিশুর জন্য ২৭ এপ্রিল, ২০১৪, ১১:৪১:৩৭ সকাল

অনন্য সব ছড়া আসছে আমাদের ALL ABOUT THE CHILDREN এর বৃষ্টি নিয়ে ছড়া প্রতিযোগীতা আয়োজনে, আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারেন, এটা আসলে প্রতিযোগীতার চাইতে আরো বেশী কিছু, আমরা চাইছি শিশুর মনন বিকাশে আপনার সহযোগীতা, বাছাই করা একটা ছড়া আজ শেয়রা করলাম বাকিগুলো পড়তে চাইলে নিচের লিংক দেয়া আছে, সদস্য হযে অন্তত লাইক কমেন্ট দিয়ে উৎসাহ দিতে পারেন।


পানির অপচয় / সাগর আল হেলাল

==========================

রুমকী চুমকী চিন্তা করে এবার বৃষ্টি হলে,

কেমন হবে পানি ধরলে নারকোলেরি খোলে।

চৈত্র মাসের খরায় শুকনা টিউবওয়েলের নালা,

কাকে এসে কা কা করে, পিপাসার কি জ্বালা !

কাকের জন্য যদি একটু পানি দেওয়া যেতো

মনের সুখে পান করে কাক অনেক শান্তি পেতো।

দাদু ওদের ঠিকই বলেন- হেলা ফেলা করে

করবে না পানির অপচয়, রাখবে কলসি ভরে।

বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213830
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১১
162132
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File