বৃষ্টির ছড়া
লিখেছেন লিখেছেন শিশুর জন্য ২৮ এপ্রিল, ২০১৪, ১২:৫৯:০৪ দুপুর
অনন্য সব ছড়া আসছে আমাদের ALL ABOUT THE CHILDREN এর বৃষ্টি নিয়ে ছড়া প্রতিযোগীতা আয়োজনে, আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারেন, এটা আসলে প্রতিযোগীতার চাইতে আরো বেশী কিছু, আমরা চাইছি শিশুর মনন বিকাশে আপনার সহযোগীতা, বাছাই করা একটা ছড়া আজ শেয়রা করলাম বাকিগুলো পড়তে চাইলে নিচের লিংক দেয়া আছে, সদস্য হযে অন্তত লাইক কমেন্ট দিয়ে উৎসাহ দিতে পারেন।
Abdul Mazed
April 26 at 11:48am
গন গনা গন টন টনা টন ঝড়ছে অগ্নি বৃষ্টি,
হায় অসহায় কাঁদি মোরা তোমর সকল সৃষ্টি।
কান্না শোন মোদের তুমি ঝড়াও মেঘের বান,
রহমতেরই বরিষণে শীতল করো প্রাণ।
তপ্ত মোদের দেহখানি তপ্ত ধরা ভূমি,
পাপী বান্দা ক্ষমা মাগে ক্ষমা কর তুমি।
ও রহমান দাওগো তুমি কালো মেঘের ছায়া,
পাপগুলো সব মুছে দিয়ে দেখাও তোমার মায়া।
বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন