বৃষ্টির ছড়া

লিখেছেন লিখেছেন শিশুর জন্য ২৮ এপ্রিল, ২০১৪, ১২:৫৯:০৪ দুপুর

অনন্য সব ছড়া আসছে আমাদের ALL ABOUT THE CHILDREN এর বৃষ্টি নিয়ে ছড়া প্রতিযোগীতা আয়োজনে, আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারেন, এটা আসলে প্রতিযোগীতার চাইতে আরো বেশী কিছু, আমরা চাইছি শিশুর মনন বিকাশে আপনার সহযোগীতা, বাছাই করা একটা ছড়া আজ শেয়রা করলাম বাকিগুলো পড়তে চাইলে নিচের লিংক দেয়া আছে, সদস্য হযে অন্তত লাইক কমেন্ট দিয়ে উৎসাহ দিতে পারেন।


Abdul Mazed

April 26 at 11:48am

গন গনা গন টন টনা টন ঝড়ছে অগ্নি বৃষ্টি,

হায় অসহায় কাঁদি মোরা তোমর সকল সৃষ্টি।

কান্না শোন মোদের তুমি ঝড়াও মেঘের বান,

রহমতেরই বরিষণে শীতল করো প্রাণ।

তপ্ত মোদের দেহখানি তপ্ত ধরা ভূমি,

পাপী বান্দা ক্ষমা মাগে ক্ষমা কর তুমি।

ও রহমান দাওগো তুমি কালো মেঘের ছায়া,

পাপগুলো সব মুছে দিয়ে দেখাও তোমার মায়া।

বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/

বিষয়: বিবিধ

১৪০৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214341
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : শিশুদের নিয়ে আপনার ছড়া বরাবরই ভালো লাগে। Rose Rose Rose
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
162751
শিশুর জন্য লিখেছেন : নেহায়েৎ ভাই এর পক্ষ থেকে ধন্যবাদ, এই ছড়াটা উনার ছিল Good Luck
214372
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : দারুন লাগলো আপনাদের চিন্তাটা। অবশ্যই অ্যাড হবো ইনশাআল্লাহ।
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
162759
শিশুর জন্য লিখেছেন : অপেক্ষায থাকলাম, আফরোজা হাসান আপু লিখছেন নিয়মিত, আপনাদের অপেক্ষায় থাকলাম
214373
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৭
নেহায়েৎ লিখেছেন : মনে হয় পেটে খিদা নিয়ে লিখেছেন ভাই! এই ছড়াডা একদম ভাল হয়নি। এর চেয়ে বাজে ছড়া আমি জীবনে কোনদিন পড়িনি। এই ছড়া আবার মানুষকে দেখান। আপনার কান্ড দেখে আমি লজ্জা পাচ্ছি!!!
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২০
162646
ইমরান ভাই লিখেছেন : Surprised Surprised বলেন কি ইদানিং হাতের লেখা মনেহয় ভুলে গেছেন...Smug Smug
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২১
162647
ইমরান ভাই লিখেছেন : আপনিও কিছু কবিতা লিখে জমাদিন Rolling Eyes Rolling Eyes
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
162762
শিশুর জন্য লিখেছেন : ধন্যবদা নেহায়েঁঁৎ বাই বৃষ্টি নিয়ে আরো ছড়া চাই, নিয়মিত লিখা চাই
214474
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ছড়াটা হয়েছে দারুণ........
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
162764
শিশুর জন্য লিখেছেন : দুর্দান্ত সব ছড়া আসছে, আয়োজনটা হঠাৎ করে হলেও সফল বলা যায়, ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File