একটি ফান পোষ্ট- হাসতে হাস্তে কেউ মারা গেলে আমি দায়ি না।
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ২৮ এপ্রিল, ২০১৪, ১২:৫৮:২৬ দুপুর
কেউ হাস্তে চাইলে নিজ দায়িত্বে হাসুন........
বিষয়: বিবিধ
২৪৩৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক
বাংলা মেইলকে বলেন, ২৭ ও ২৮
তারিখে দিকে বৃষ্টি হওয়ার
সম্ভবনা রয়েছে। (বাংলা মেইল ডট কম)
কিন্তু, শুক্রবার অর্থাৎ ২৫ তারিখেই বৃষ্টি নামল, দেশের অনেক গুলো অঞ্চলে। আমিও মোনাজাত করেছিলাম। বিকালে আমাদের এখানেও বৃষ্টি নেমেছিল। তাই হাসার কিছু নেই, আল্লাহ্র ইচ্ছাতেই বৃষ্টি হয়েছে। এখানে হাসার কিছু নাই, বরং এটা ভ্রাতৃত্ব। সবাই এক সাথে মিলিত হয়েছে। যেহেতু, এর উপড় কারো হস্তক্ষেপ নেই, তাই স্রষ্টার কাছে চাওয়া হাসার কিছু না।
তবে হাসির ব্যাপার হল, হিন্দুরা গরুকে বিয়ে দিল আধা মাস আগে, মাগার বৃষ্টি হইল এতো দিন পরে! গরুর বিয়ে দিয়ে যৌনতার স্বাধীনতা দিয়েও লাভ হয়নি।
পড়ুনঃ http://www.1newsbd.com/2014/04/19/4231#sthash.ZzcPdiq4.dpbs
বরং নামাজ পড়ার পরে, বিকেলেই বৃষ্টি নামল।
আমরা সেই সুপ্রচলিত প্রবাদ বাক্যটি জানি - "ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে ।" আল্লাহপাক কি এই বৃষ্টি দোয়া কবুলের কারণে বর্ষিয়েছেন আমরা তা নিশ্চিত করে জানি না । সুতরাং শিবিরের এখানে কৃতিত্ব নেয়ার কিছু নেই । অন্য সময় শিবির দোয়া করলে-ও যদি বৃষ্টি না হয়, তখন মুখ দেখাবেন কি করে ?
আবার যারা সম্মিলিত মুনাজাত বিদআত বলে চীৎকার করেন, তারা এই গোমরাহী (জাহান্নামী) নিয়ে কি বলবেন ?
ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন