বৃষ্টির ছড়া প্রতিযোগীতার শেষ দিনের কান্ড
লিখেছেন লিখেছেন শিশুর জন্য ০১ মে, ২০১৪, ১২:০৪:১৩ দুপুর
আমাদের ALL ABOUT THE CHILDREN পেইজ এর ৫দিন ব্যাপি বৃষ্টির ছড়া প্রতিযোগীতার শেষ দিন ছিল গতকাল, ব্লগার Fatima Maryam আপু একটা খুব সুন্দর ছড়া পোষ্ট করেছিলেন, সেই ছড়ার কমেন্ট পড়েছে বেশ মজার, রীতিমত ছড়া বাহাস, তাই কমেন্ট সহ ছড়াটা শেয়ার করলাম সবার সাথে।
টাপুরটুপুর টুপ / Fatima Maryam
**********************************
টাপুরটুপুর টাপুরটুপুর
টাপুরটুপুর টুপ,
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে
সুয্যিমামা চুপ।
শন শন শন বয়ে যায়
উথালপাথাল হাওয়া,
এমন দিনে জমবে ভালো
খিচুড়িটা খাওয়া।
ভর্তা, আচার, ইলিশ দিয়ে
গপ গপাগপ গুপ,
হাপুস হুপুস হাপুস হুপুস
হাপুস হুপুস হুপ।
জিভে যদি আসে তোমার
অথৈ বানের পানি,
আমায় কিন্তু দিওনা কেউ
কটমটে চোখ রাঙানি।
কমেন্ট:
সৈয়দ আহমেদ হাবিব :
টাপুরটুপুর টুপ
ছড়াটা যেন খেয়ে নিলাম
হাপুস হুপুস হুপ।
Fatima Maryam
ছড়া যদি খাওয়া যেত খেয়েই নিতাম চুপটি করে,
রান্নার ঝামেলাটা যেত চলে অনেক দূরে...।।
সৈয়দ আহমেদ হাবিব :
এইতো আমি খেলাম যেন দেখ পেট পুরে
ছড়া খেয়ে কেমন যেন যাচ্ছে মাথা ঘুরে।
Fatima Maryam
রান্না বিহীন খাদ্য খেয়ে ঘুরছে নাকি মাথা ?!
আচ্ছা! তবে ফেলে দিলাম ছড়া লিখার খাতা।
সৈয়দ আহমেদ হাবিব :
সেই খাতাটা নিলাম তবে আমি কুড়িয়ে
নিজের নামে ছড়াগুলো দেব চালিয়ে
Fatima Maryam
একটু ভুল হয়ে গেছে মোর
এখন কি যে করি !!???
সে খাতা ছিল যে ফাঁকা
বলছি আমি স্যরি ।
সৈয়দ আহমেদ হাবিব :
এই ছিল কি মনে
শুন্য খাতা ছুড়ে ফেলে
রাগ দেখালে বন্যে।
করবে যতই চালাকি
সময় হলে খাতা আমি
বাগিয়ে নেব ঠিকই।
Abu Taher Miazi
আমি কি আসতে পারি ? আপনাদের লড়াইয়ে....................
Fatima Maryam
সেই ভুল আর করছিনা,
খাতা ছুড়েও ফেলছিনা,
ঘুরুক তবে পরের মাথা
আমার তাতে কি?
আমার মাথা নিয়ে আমি
বেশ ভালো আছি!!!!
সৈয়দ আহমেদ হাবিব :
আসুন তবে হাত মিলাই
ছড়ায় ছড়ায় তাল মিলাই
কাঁধে কাঁধ রেখে সবাই
এক সাথেই এগিয়ে যাই
Fatima Maryam
আসুন আসুন মিয়াজি ভাই
আপনাকেও সাথে চাই
আমার দলে থাকলে আমি ভীষণ খুশি হই
আসুন না সবাই মিলে করব হইচই
Abu Taher Miazi
এসি নেই রুমে
দিয়েছি ক্লিনে
গরমে তালা জালা
মেজাছটা এখন তুংগে।
Fatima Maryam
দেশে আসেন পাবেন বৃষ্টি
লোডশেডিং ও থাকবে,
ভাবীর হাতে তালের পাখা
এদিক ওদিক দুলবে......।
সৈয়দ আহমেদ হাবিব :
বেলা তলাতে ন্যাড়া
একবারই যায়
দেশে যাবো আমি?
খেয়ে কাজ নাই
Abu Taher Miazi
দেশে যখন বলি কথা
থাকেন মেডাম রেগে
হাতে নাকি করে ব্যাথা
তাল পাখাটি নেড়ে।।
এখানেই রাখতে হল, ছড়াটা পেইজে দেখতে চাইলে নিচে লিংক এ চলে আসুন....
বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : ALL ABOUT THE CHILDREN BY SYED MONZOOR IMAM এটা কপি করে সার্চ দিলে আসবে, অথবা ফেইসবুকে ইনবক্স করুন
বিষয়: বিবিধ
১৮৩৫ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বৃষ্টি নিয়ে মজার ছড়া
লাগলো বেজায় ভালো
তর্কটাও জমছে দারুন
যেন কাব্য-ছড়ার আলো।
কবিয়াল এর
অভাব নাই
তবে খিচুড়িটা আমিই খাব।
পেইজ নট ফাউন্ড।
ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
এমন ইনস্ট্যান্ট কবিতা ক্যাম্নে লেখে মানুষ
মন্তব্য করতে লগইন করুন