শুরু হোল ২য় ছড়া লেখা প্রতিযোগিতা

লিখেছেন লিখেছেন শিশুর জন্য ১১ মে, ২০১৪, ১১:২৬:৩৮ সকাল



"" দ্বিতীয় ছড়া প্রতিযোগিতা = আয়োজনে : অল এবাউট দ্য চিলড্রেন ""


১ ) প্রতিযোগিতার শিরোনাম ঃঃ --- " মা "

২) অংশগ্রহণের শর্ত -- কমেন্ট বক্সে মন্তব্য বা মতামত জানা । যাদের কমেন্ট থাকবেনা - তাদের ছড়া প্রতিযোগিতায় বিবেচ্য হবে না ।

৩) মোট ৫ টির বেশি ছড়া এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না ।

৪) ছড়া ১২ লাইনের বেশি লেখা যাবে না ।

৫) ছড়া শিরোনামের নিচে ( প্রতিযোগিতার জন্য )--লিখতে হবে ।তারিখ দিতে হবে ।

৬) কোন ছদ্মনাম ব্যবহার করা যাবে না । প্রকৃত নাম লিখতে হবে ।

৭) আগামী ১৮ মে ' ২০১৪ ইং তারিখ রাত ১২ টা পর্যন্ত ছড়া পোস্ট দেওয়া যাবে ।

৮) শর্ত পূরণ সাপেক্ষে যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ।

৯) গ্রুপের এই কম্পিটিশনে এডমিন রাও অংশ নিতে পারবেন , এবং বিচারকার্যে তারা কেউ অংশ নিতে পারবেন না ।

১০) তবে , শুধুমাত্র সার্বিক সমন্বয়ের জন্য জনাব '' সৈয়দ আহমেদ হাবিব ''

দায়িত্ব পালন করবেন ।

----------------------------------------------------------------------------------

পুরস্কার ঃঃ ১ম পুরস্কার ৩০০ টাকার ফ্লেকজি ;

২য় পুরস্কার ২০০ টাকার ফ্লেকজি

৩য় পুরস্কার ১০০ টাকার ফ্লেকজি

এবং পরবর্তী ৩ জনের জন্য ৫০ টাকার ফ্লেকজি ।

====================================

বিষয়: বিবিধ

১৩৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220148
১১ মে ২০১৪ সকাল ১১:৫৮
ইমরান ভাই লিখেছেন : পুরস্কার ঃঃ ১ম পুরস্কার ৩০০ টাকার ফ্লেকজি ;

২য় পুরস্কার ২০০ টাকার ফ্লেকজি

৩য় পুরস্কার ১০০ টাকার ফ্লেকজি

এবং পরবর্তী ৩ জনের জন্য ৫০ টাকার ফ্লেকজি ।
MOney Eyes MOney Eyes MOney Eyes MOney Eyes MOney Eyes

তার পরেও ছড়া দিবো না। Day Dreaming Day Dreaming
১১ মে ২০১৪ দুপুর ১২:০২
167808
শিশুর জন্য লিখেছেন : আপনি শিশু উপযোগি অন্য কিছু নিয়ে আসতে পারেন, প্রতিযোগিতা না হয় এড়িয়ে গেলেন
১১ মে ২০১৪ দুপুর ১২:৩৩
167831
ইমরান ভাই লিখেছেন : কিন্তু আমি যে কি দিব এটাই ভেবে পাচ্ছি না Thinking কিছু সাজেশন দিন প্লিজ।Worried Worried
১১ মে ২০১৪ দুপুর ১২:৫৭
167846
শিশুর জন্য লিখেছেন : একটা ছবি
একটা ছড়া
একটা পরামর্শ
একটা গল্প
আশেপাশে শিশুদের যে কোন ক্রিয়েটিভ কাজ শেয়ার করা
যে কোন কিছু শিশু উপযোগি বিষয় নিয়ে হাজির হতে পারেন
ধন্যবাদ আপনাকে
220155
১১ মে ২০১৪ দুপুর ১২:১১
সন্ধাতারা লিখেছেন : Your condition is not acceptable so ....
১১ মে ২০১৪ দুপুর ১২:৫৪
167844
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে, আমাদের সীমাবদ্ধতা আছে থাকবে তবুও সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই
220172
১১ মে ২০১৪ দুপুর ১২:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১ মে ২০১৪ দুপুর ১২:৫৭
167847
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File