"বৃষ্টির ছড়া" প্রতিযোগীতার ফলাফল
লিখেছেন লিখেছেন শিশুর জন্য ০৪ মে, ২০১৪, ০৩:১০:৪৯ রাত
আমরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের ALL ABOUT THE CHILDREN গ্রুপ আয়োজিত “বৃষ্টি” নিয়ে ছড়া প্রতিযোগীতার ফলাফল ঘোষণা করছি।
আমাদের পাঁচ দিন ব্যাপি "বৃষ্টির ছড়া" প্রতিযোগীতায় আপনাদের ব্যাপক সাড়া আমাদের ভীষণ ভাবে অনুপ্রাণিত করেছে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছেন, মন্তব্য ও লাইক দিয়ে এই আয়োজন এর উজ্বলতা বাড়িয়েছেন এবং এই পরিবারের অন্তর্ভূক্ত সকল সদস্যদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা।
আমরা অভিভূত সকলের অংশগ্রহনে অনন্য সব ছড়া উপহার দিতে পেরেছি পাঠকদের, ছড়ার মানদন্ড ছিল চোখে পড়ার মতো সুন্দর, প্রত্যেকটা ছড়া ছন্দ, তাল, বিষয় বৈচিত্রে এত ভাল আর উচ্চমার্গের ছিল যে, আমাদের প্রত্যাশাকে ছাড়িযে গেছে আপানাদের লিখনি। আমাদের ইচ্ছে করছিল সবার নাম প্রকাশ করে দিই পুরুষ্কার এর জন্য, প্রতিটা ছড়া এতো সুন্দর আর মন জয় করে নিযেছে আমাদের, তবুও সীমাবদ্ধতার কথা চিন্তা করে সংবরন করতে হল ইচ্ছেটাকে।
ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ভুলত্রুটির ব্যাপারে, এখানে আমরা কেউ প্রতিযোগী নই, শিশুদের জন্য তাদের সাথে করে এগিয়ে চলার একটা প্রয়াস এবং সেখানে সকলের অংশগ্রহণকে অনুপ্রেরণা দেবার মানসে এই ক্ষুদ্র আয়োজন। তবুও প্রতিযোগীতার সৌন্দর্য বিকাশে আমরা অত্যন্ত নির্মোহ থেকে একটা ফলাফল নির্ধারণ করার চেষ্টা করেছি।
ফলাফল :
প্রথম : আলী আজমেরিয়া (সাগর আল হেলাল) : মোট ছড়া উপহার দিয়েছেন ৭টি এবং মূল্যায়ন এর জন্য বিবেচনায় আনা হয়েছে ৪টি ছড়া।
দ্বিতীয় : Nurul Islam Rana (শেখ আবদুল্লাহ নূর ) : মোট ছড়া উপহার দিয়েছেন ৩টি এবং মূল্যায়ন এর জন্য বিবেচনায় আনা হয়েছে ৩টি ছড়া।
তৃতীয় : ডিজিটাল প্রেসিডেন্ট : মোট ছড়া উপহার দিয়েছেন ৩টি এবং মূল্যায়ন এর জন্য বিবেচনায় আনা হয়েছে ৩টি ছড়া।
চতুর্থ : Mahedi Hasan Mamun: মোট ছড়া উপহার দিয়েছেন ৪টি এবং মূল্যায়ন এর জন্য বিবেচনায় আনা হয়েছে ২টি ছড়া।
পঞ্চম : Ahmed Zafor Pathan : মোট ছড়া উপহার দিয়েছেন ২টি এবং মূল্যায়ন এর জন্য বিবেচনায় আনা হয়েছে ১টি ছড়া।
(বি.দ্র. এখানে ফেইসবুক এর নিক নামটাই দেয়া হয়েছে তাই নাম এর পূর্বে ভাই/বোন, বন্ধু, জনাব/জনাবা ইত্যাদি ব্যাবহার করা হয়নি, যদি কারো আপত্তি থাকে নিজ থেকেই একটা কিছু ভেবে নেবেন, বিজয়ীদের ফেইসবুক বার্তায় যোগাযোগ করা হবে, সঠিক তথ্য এবং ঠিকানা দিয়ে সহযোগীতা করার অনুরোধ রইল, আশা করি সময়মত পুরুষ্কার পৌঁছে যাবে আপনাদের ঠিকানায়)
এখানে উল্লেখ্য যে, যিনি যত বেশী ছড়া উপহার দিয়েছেন প্রত্যেকটি ছড়ার উপর মার্ক দিয়ে ফলাফল মূল্যায়ন করা হয়েছে। তবে যেসব ছড়া ৮লাইন এর অধিক ছিল সেসব ছড়া মূল্যায়ন এর আওতায় আনা হয়নি। সুতরাং সকলের প্রতি অনুরোধ রইল আমাদের পরবর্তী প্রতিযোগীতায় এ ব্যাপারে সবাই যেন একটু খেয়াল রাখি, যত বেশী ছড়া দেয়া যাবে তত বেশী মার্ক পাবার সম্ভাবনা থাকবে আর ঘোষিত নিয়ম অনুযায়ী না হলে ভাল ছড়াও প্রতিযোগীতা থেকে বাদ পড়তে পারে।
আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছেন কিন্তু পুরষ্কার প্রাপ্তির খাতায় নাম আসেনি শুধুমাত্র ছড়ার সংখ্যা কম হবার জন্য, কিছু নাম উল্লেখ করা চলে যাদের ছড়া আমাদের মন ছুয়ে গেছে:
# জনি হোসেন কাব্য
# Fatima Maryam
# Abdul Mazed
# Abu Taher Miazi
আমাদের সকল ভুলত্রুটি উল্লেখপূর্বক সকলের মতামত প্রত্যাশা করছি। এই আয়োজন এর ব্যাপারে আপনাদের মূল্যায়ন, ছড়াগুলো পড়ে আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করবেন এবং কি করে আমাদের পরবর্তী আয়োজন আরো সুন্দর এবং সাফল্যমন্ডিত করা যায় সে ব্যাপারে মতামত চাই।
সবশেষে সকলের প্রতি অনুরোধ, আপনারা শিশু বিষয়ক একটা কিছু লিখুন বা উপহার দিন, লাকই আর কমেন্ট দিযে উৎসাহিত করুন প্রতিটি পোষ্ট।
ধন্যবাদ, ALL ABOUT THE CHILDREN গ্রুপ এর সকল সদস্যদের জন্য শুভ কামনা।
বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/
বিষয়: বিবিধ
৩৩৯৮ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছড়াকার ও বিচারক সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন।আমীন।
নতুন কুড়িদের আগে গাছের পুরস্কার পাওয়া উচিৎ তা কি তুমি জান না.গাছ ছাড়া নতুনকুড়ি হয় কেমনে
তাই ফাতিমা আপার জন্য আপানদের মাইনাচ। খুব কস্ট পাইছি...
নতুন কুড়িদের আগে গাছের পুরস্কার পাওয়া উচিৎ তা কি তুমি জান না.গাছ ছাড়া নতুনকুড়ি হয় কেমনে.
তয় অভিনন্দন!!!
মন্তব্য করতে লগইন করুন