শিবিরের ছাগুরা এটা কি বলে ?
লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ০৪ মে, ২০১৪, ০৩:০২:২৯ রাত
সংগঠনের প্রতি শিবির কর্মীদের ত্যাগ ও কর্মীদের প্রতি শিবিরের নেতাদের ভালবাসার ছোট্ট নমুনাঃ
এক রাতে জরুরী সদস্য বৈঠক চলছে। সকল সদস্যকেই জরুরীভাবে আসতে বলা হয়েছে। এতটাই গুরুত্ব ছিল যে কোন সদস্য ছুটি চাইতেও ইতঃস্তত করছিল।
বৈঠকের মাঝে শাখার নতুন সভাপতি খেয়াল করলেন এক সদস্য অন্যমনস্ক। সভাপতি তাকে নক করলেন। কিছুক্ষন পর আবার খেয়াল করলেন সদস্য ভাইটি অন্যমনস্ক। এইবার একটু ধমকই দিলেন। এর পর ভাইটি আর অন্যমনস্ক ছিলনা। বৈঠক শেষেই ভাইটি একটু তড়িঘড়ি করে চলে গেলেন।
সভাপতি সন্দেহ করলেন কিছু একটা হয়েছে। তিনি ভাইটির পিছু পিছু তার বাসায় গেলেন। বাসায় গিয়েই যা দেখলেন তাতে তার দম বন্ধ হয়ে যাবার মত অবস্থা! সদস্য ভাইটির মা অনেক অসুস্থ। বিছানা থেকে উঠতেও পারেন না। ভাইটির বাবা নেই। তার কোন বোন নেই। ছোট একটি ভাই আছে শুধু। তাই ঘরের রান্না বান্নাও হয়নি। ইনকামের সোর্স কিছু আছে আর আছে ভাইটির টিউশানি। সদস্য ভাইটি বাসায় এসেই রান্না করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল।
সভাপতি দিন পনের হয় এই শাখায় জয়েন করেছিল তাই সব ভাইদের বাসায় যাবার সুযোগও হয়নি। সভাপতি তার সদস্য ভাই এর এই অবস্থা দেখে তার হাত জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। ভাইটিকে বললেন, “আমার সাথে রাগ করে আমাকে আপনার অবস্থা জানানোর প্রয়োজনও বোধ করেন নি? কেন ছুটি চাননি? আমি আল্লাহর কাছে কি জবাব দিব ভাই? পনের দিন হল এখনো আমি আপনার বাসার অবস্থাটা জানতে পারিনি! আমাকে মাফ করে দিন ভাই!”
এর জবাবে সদস্য ভাইটির জবাব ছিল, আমাদের নিজেদের ব্যক্তিগত সমস্যা বলেই যদি আপনার মাথা জ্যাম করে দেই তাইলে আপনি আন্দোলনের কাজ করবেন কখন? আসলে আল্লাহর উপর ভরসা করেছিলাম আর প্রতিবেশীকে বলে গিয়েছিলাম ভাই--------আপনি এটা নিয়ে চিন্তা করবেন না প্লিজ।
এর পর সভাপতি ভাইটি নিজ হাতে রান্না করলেন। সদস্য ভাইটির মায়ের জন্য ঔষধ এনে দিলেন। প্রায় একসপ্তাহ টানা তিনি ভাইটির মায়ের খোজ খবর নিলেন।
দুজনের মাঝে যে বন্ধন গড়ে উঠল এটা কি রক্ত সম্পর্কের কাছে কোন অংশে কম? আপনাদের কি মনে হয় কোন সম্পর্ক বেশী মজবুত? রক্তের সম্পর্ক নাকি আদর্শের সম্পর্ক?
(সংগ্রহ)
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাঠাল পাতা দিমু নাকি ??
গেল।
মন্তব্য করতে লগইন করুন