মা প্রতিযোগীতার ছড়া গুলো
লিখেছেন লিখেছেন শিশুর জন্য ০৪ জুন, ২০১৪, ১২:৫৮:১৬ দুপুর
আরশের ছায়া-
সাগর আল হেলাল
একটি মায়ের পাঁচ সন্তান
দেখুন জেরা করে,
বলবে-‘‘আমার কিছু হলে
মা যে যাবে মরে।
আমিই যে তার প্রাণের প্রিয়
বুক জুড়ানো ধন,
মা ছাড়া আর কেউ বোঝে না
কি চায় আমার মন।
সুখ আসেনা, যায়না দুঃখ
সঙ্গে থাকে মায়,
মায়ে পাশে থাকলে,
থাকিআরশের ছায়ায়।’’
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ALL ABOUT THE CHILDREN কতৃক আয়োজিত "মা" বিষয়ক ছড়া প্রতিযোগীতার ফলাফল প্রকাশ করা হয়েছে, যদিও আমরা প্রতিযোগী নই, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। প্রতিযোগীতা থেকে বাছাইকৃতি কিছু ছড়া আমরা ব্লগে প্রকাশ করার মনস্থ করেছি, সেই সুবাদে আজকে একটা প্রকাশ করা হল, চেষ্টা থাকবে প্রতিদিন ভিন্ন জনের একটা করে ছড়া এভাবে প্রকাশ করার।
বিষয়: বিবিধ
৩১৬২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এফবিতে পড়েছি । খুব ভাল হয়েছে এবং খুব ভাল লেগেছে ।ধন্যবাদ ভাইয়া ।শুভকামনা রইল্লো ।
তোমার জন্য কেঁদে মরি, পুরো বারো মাস
একটুখানি পাই না আদর, দেয়না কেহ ছায়া
তোমার মতো মাগো আমায়,কেউ করে না মায়া
তুমি ছাড়া মাগো আমার, জীবন লাগে মিছে
স্বপ্নে আমার মা বলেছে, `আছি তোমার পিছে!'
ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
সঙ্গে থাকে মায়,
মায়ে পাশে থাকলে,
থাকিআরশের ছায়ায়।’’
অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
মন্তব্য করতে লগইন করুন