মা প্রতিযোগীতার ছড়া গুলো

লিখেছেন লিখেছেন শিশুর জন্য ০৪ জুন, ২০১৪, ১২:৫৮:১৬ দুপুর



আরশের ছায়া -

সাগর আল হেলাল


একটি মায়ের পাঁচ সন্তান

দেখুন জেরা করে,

বলবে-‘‘আমার কিছু হলে

মা যে যাবে মরে।

আমিই যে তার প্রাণের প্রিয়

বুক জুড়ানো ধন,

মা ছাড়া আর কেউ বোঝে না

কি চায় আমার মন।

সুখ আসেনা, যায়না দুঃখ

সঙ্গে থাকে মায়,

মায়ে পাশে থাকলে,

থাকি আরশের ছায়ায়।’’

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ALL ABOUT THE CHILDREN কতৃক আয়োজিত "মা" বিষয়ক ছড়া প্রতিযোগীতার ফলাফল প্রকাশ করা হয়েছে, যদিও আমরা প্রতিযোগী নই, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। প্রতিযোগীতা থেকে বাছাইকৃতি কিছু ছড়া আমরা ব্লগে প্রকাশ করার মনস্থ করেছি, সেই সুবাদে আজকে একটা প্রকাশ করা হল, চেষ্টা থাকবে প্রতিদিন ভিন্ন জনের একটা করে ছড়া এভাবে প্রকাশ করার।

বিষয়: বিবিধ

৩১৬২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230458
০৪ জুন ২০১৪ দুপুর ০১:০২
নোমান২৯ লিখেছেন :





এফবিতে পড়েছি । খুব ভাল হয়েছে এবং খুব ভাল লেগেছে ।ধন্যবাদ ভাইয়া ।শুভকামনা রইল্লো ।
০৯ জুন ২০১৪ সকাল ১১:২৯
179385
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
230482
০৪ জুন ২০১৪ দুপুর ০২:০৪
প্রেসিডেন্ট লিখেছেন : দারুণস!!
০৯ জুন ২০১৪ সকাল ১১:২৯
179388
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
230515
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:১০
কুশপুতুল লিখেছেন : মাগো তুমি কেমন আছো, কোথায় করো বাস
তোমার জন্য কেঁদে মরি, পুরো বারো মাস

একটুখানি পাই না আদর, দেয়না কেহ ছায়া
তোমার মতো মাগো আমায়,কেউ করে না মায়া

তুমি ছাড়া মাগো আমার, জীবন লাগে মিছে
স্বপ্নে আমার মা বলেছে, `আছি তোমার পিছে!'



০৯ জুন ২০১৪ সকাল ১১:২৯
179389
শিশুর জন্য লিখেছেন : খুবই সুন্দর
ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
230529
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:৪৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সুখ আসেনা, যায়না দুঃখ
সঙ্গে থাকে মায়,
মায়ে পাশে থাকলে,
থাকিআরশের ছায়ায়।’’

অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
০৯ জুন ২০১৪ সকাল ১১:৩০
179390
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
230533
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:৫৯
ছিঁচকে চোর লিখেছেন : ভেরি নাইচ
০৯ জুন ২০১৪ সকাল ১১:৩০
179391
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
230541
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:১৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক সুন্দর Thumbs Up Thumbs Up Thumbs Up
০৯ জুন ২০১৪ সকাল ১১:৩০
179392
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
230786
০৫ জুন ২০১৪ সকাল ০৭:৫৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার আয়োজন Rose
০৯ জুন ২০১৪ সকাল ১১:৩০
179393
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
232709
০৯ জুন ২০১৪ সকাল ১১:৩০
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File