সুফিবাদ এবং ফকিরি

লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ০১ মে, ২০১৪, ১১:৩৯:৪৭ সকাল

ফকিরি আর সুফিবাদ

কিভাবে এক হবে

সুফিবাদে ভোগেই সব

ফকিরি ত্যাগেই হবে।

শান শৌওকত মান

ফকিরিতে নাই

সুফিবাদে বাড়ি গাড়ি

দুনিয়াতেই চাই।

সুফিবাদ মানে শুদ্ধআত্মা

দেখিনা যে ত্রিভুবনে তে

সেবা নেয় তো বহু দাসীর

শরিয়ত এর খেলাফ করে।

ইমাম মালেকের বানী

কইর না কেউ অপমানী

শরিয়ত ছাইড়া কেউ

মারেফতে যাইও না

শরিয়ত ছাড়বে যে জন

জিন্দিক কাফের হইবে সে জন।

বিষয়: সাহিত্য

১৪১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215886
০১ মে ২০১৪ সকাল ১১:৫১
প্রবাসী আশরাফ লিখেছেন : সচেতন মূলক সুন্দর কবিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

ফকিরি আর সুফিবাদ
অগ্নিময় দোযখের খাঁদ
ধ্বংস হোক ফেরকাবাদ
জয় হোক তাওহীদবাদ।
216019
০১ মে ২০১৪ দুপুর ০৩:১৬
ইমরান ভাই লিখেছেন : হাহাহা আশরাফ ভাই সুন্দর হইছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File