আল্লাহ চেনা দরকার
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ০৩ মে, ২০১৪, ০৯:৩০:৫৭ সকাল
এই জগতে চিনলাম না যারে
পর কালে চিনবো কেমন করে
চিনানোর কেউ যে থাকবে না
পিতা পুত্র কাজে আসবেনা- ৩১:৩৩
চিনাইবো তোমার কোন জনা
চিনতে চেষ্টা কর দুনিয়ায়।।
আমার আল্লাহ কোরানে কয়
অন্ধ পর জগতেও অন্ধই রয়। - ১৭:৭২
চিনতে চেষ্টা কর যে এপারে
মরলে চিনাইবো কে তোমারে।।
আল্লাহ যে হইয়াছেন ছামাদ
তাঁর ঠেকা নাই দিতে চিনান
নিজের সন্মানে ঘটতি কে বা করে
চিনতে চেষ্টা কর কর গো এপারে।।
অধম ফকির উয়ায়ছী বলে
মরলে চিনার উপায় থাকবে নারে
তোমার মুরশিদ যদি কামেল হয়
সে তোমারে চিনাইবো যে এপারে।।
বিষয়: সাহিত্য
১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন