সত্য কারে দিবো।
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২৬ এপ্রিল, ২০১৪, ০৪:০০:১৭ বিকাল
আমি কারে দিবো গো
নেওয়ার মত পাইনা কারোরে
বুকে ধরেছি মহা সত্য
নিতে চাইনা কবরে
যাওয়ার আগে রাখতে চাইগো
এই সত্য কারো ভিতরে।।
ফকির আহমেদ উয়ায়ছী বলে
সত্য নিয়া যাইও না মাটির তলে
আল্লাহ কাছে কি বলিবা
আল্লাহর ফেরেস্তারা প্রশ্ন করিলে।।
জাহান্নানামে পাঠাইবো যে
সত্য না বলিয়া গেলে
সত্য চাপানোর দায়ে
বুক ফাটাইবো চাপা কলে।।
বিষয়: সাহিত্য
১২৭২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্য না বলিয়া গেলে
সত্য চাপানোর দায়ে
বুক ফাটাইবো চাপা কলে।।
মাশাল্লাহ সুন্দর লিখেছেন বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন