রাহুল না-কি হানিমুন আর পিকনিকের জন্য দলিতদের বাড়িতে যান !

লিখেছেন লিখেছেন বদরুল এ হারুন ২৬ এপ্রিল, ২০১৪, ০৪:২২:৩৭ বিকাল

শালীনতার সব সীমা ছাড়িয়ে গেলো রামদেবের মন্তব্য। রাহুল গান্ধীর নামে অশালীন মন্তব্য করে আবারো সংবাদের শিরোনামে যোগ গুরু বাবা রামদেব। সোনিয়া পুত্র রাহুল গান্ধী হানিমুন আর পিকনিকের জন্যে দলিতদের বাড়িতে যান- লখনউতে কংগ্রেসের সহসভাপতির নামে এই আপত্তিজনক মন্তব্য করলেন রামদেব।

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে সরাসরিই প্রচারণায় নেমেছেন এই যোগগুরু।

রামদেবের মতে তিনি ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি স্বইচ্ছাতেই ‘ফকির’। তাঁদের অবস্থা মোটেও রাহুল গান্ধীর মত নয়। যিনি বিয়ে করার জন্য কোনও মেয়েই খুঁজে উঠতে পারেননি।

শালীনতার সব সীমা অতিক্রম করে রামদেবের মন্তব্য ‘রাহুল কোনও দেশি মেয়েকে বিয়ে করতে চান না। যদিও হানিমুন আর পিকনিকের জন্য দলিতদের বাড়ি যেতে তিনি যথেষ্ট পছন্দ করেন।’

তবে এটুকুতেই থেমে যাননি এই বিতর্কিত যোগগুরু। গান্ধীদের ব্যক্তিগত পরিসরে নাক গলিয়ে তাঁদের প্রতি আরও অসম্মানজনক বিতর্কিত মন্তব্য করেছেন।

রামদেবের মতে, সোনিয়া গান্ধী মনে করেন বিদেশী কাউকে বিয়ে করলে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। তাই নাকি কংগ্রেস সুপ্রিমো আগে ছেলেকে প্রধানমন্ত্রী বানিয়ে তারপর বিয়ে দিতে চান।

উৎসঃ ঢাকাটাইমস

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213521
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এসব হলো নোংরা রাজনীতি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File