আমরা কি মুসলমান?
লিখেছেন লিখেছেন egypt12 ০৫ এপ্রিল, ২০১৪, ০২:২৮:৩৭ দুপুর
মরালিটি আজ ধ্বংস হয়েছে
কোয়ালিটি নিয়ে সন্দি'হান,
জন্ম-সুত্র নামের জোরেই
দাবী করি আমি মুসলমান।
.
নাম যদি হয় ঈমানী চিহ্ন
আবু তালেব কি মুসলমান?
নামটা-তো তার ইসলামী ছিল!
নাই নাই শুধু নামের দাম।
.
বিবেক হয়েছে অন্ধ মোদের
চেতনা খাটছে ভাড়া,
তাইতো আপন ভুলের ফাঁদে
নিজ হাতে হাতকড়া।
.
নিজের লোভে লুটছি স্বদেশ
ভাঙছি জাতীয় ঐক্য,
বন্ধুত্বকে ছুঁড়ে ফেলে-
করি শত্রুর সাথে সখ্য।
.
সবাই দেখি ভুল পথে হাটে
ভুলে কিংবা কৌশলে,
ভুলের মাসুল বড়ই হবে-
স্বাধীনতা চলে গেলে।
.
সময় থাকতে সাবধান গুরু
সময় খুবই কম,
সময় গেলেই আসবে দেশে
ভিনদেশী কোন যম।
.
তাইতো বলি মরালিটি আজ
লাগবে আমার দেশের,
কোয়ালিটিও যদি নাই থাকে
প্রহর গুনব শেষের।
.
১২/০৫/২০১২
বিষয়: সাহিত্য
১০৬২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা অসম্প্রদায়িক
মুসলমানেই যত জ্বালা
অন্যেরটা সঠিক
সময় খুবই কম,
সময় গেলেই আসবে দেশে
ভিনদেশী কোন যম।
ভাঙছি জাতীয় ঐক্য,
বন্ধুত্বকে ছুঁড়ে ফেলে-
করি শত্রুর সাথে সখ্য।
অনেক ভালো লাগল। ধন্যবাদ
কোন দোকানে গেলে,
মোরালিটি বা কোয়ালিটি
আসল দামে মেলে?
মন্তব্য করতে লগইন করুন