আমরা কি মুসলমান?

লিখেছেন লিখেছেন egypt12 ০৫ এপ্রিল, ২০১৪, ০২:২৮:৩৭ দুপুর



মরালিটি আজ ধ্বংস হয়েছে

কোয়ালিটি নিয়ে সন্দি'হান,

জন্ম-সুত্র নামের জোরেই

দাবী করি আমি মুসলমান।

.

নাম যদি হয় ঈমানী চিহ্ন

আবু তালেব কি মুসলমান?

নামটা-তো তার ইসলামী ছিল!

নাই নাই শুধু নামের দাম।

.

বিবেক হয়েছে অন্ধ মোদের

চেতনা খাটছে ভাড়া,

তাইতো আপন ভুলের ফাঁদে

নিজ হাতে হাতকড়া।

.

নিজের লোভে লুটছি স্বদেশ

ভাঙছি জাতীয় ঐক্য,

বন্ধুত্বকে ছুঁড়ে ফেলে-

করি শত্রুর সাথে সখ্য।

.

সবাই দেখি ভুল পথে হাটে

ভুলে কিংবা কৌশলে,

ভুলের মাসুল বড়ই হবে-

স্বাধীনতা চলে গেলে।

.

সময় থাকতে সাবধান গুরু

সময় খুবই কম,

সময় গেলেই আসবে দেশে

ভিনদেশী কোন যম।

.

তাইতো বলি মরালিটি আজ

লাগবে আমার দেশের,

কোয়ালিটিও যদি নাই থাকে

প্রহর গুনব শেষের।

.

১২/০৫/২০১২

বিষয়: সাহিত্য

১০৬২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202724
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবই গেছে। এখন নামটাও যাচ্ছে।
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৯
152245
egypt12 লিখেছেন : আর সব দিয়ে দেয়া নষ্টরা আরাম পাচ্ছে Crying
202732
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩১
152518
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
202734
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৭
হতভাগা লিখেছেন : নই তো মোরা মুসলমান

আমরা অসম্প্রদায়িক

মুসলমানেই যত জ্বালা

অন্যেরটা সঠিক
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩১
152519
egypt12 লিখেছেন : আমাদের ঐক্যের অভাবে আমরা দুর্বল Straight Face
202759
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৩
শিশির ভেজা ভোর লিখেছেন : সময় থাকতে সাবধান গুরু
সময় খুবই কম,
সময় গেলেই আসবে দেশে
ভিনদেশী কোন যম।

০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩১
152520
egypt12 লিখেছেন : ঠিক ধরেছেন
202778
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
আব্দুল গাফফার লিখেছেন : আহ! আমরা কোথায় থেকে কোথায় চলেছি Sad কবিকে অনেক ধন্যবাদ
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩২
152521
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
202799
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
নিমু মাহবুব লিখেছেন : নিজের লোভে লুটছি স্বদেশ

ভাঙছি জাতীয় ঐক্য,

বন্ধুত্বকে ছুঁড়ে ফেলে-

করি শত্রুর সাথে সখ্য।
অনেক ভালো লাগল। ধন্যবাদ
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩২
152522
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই
202875
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : কবিকে অনেক অনেক শুভেচ্ছা।
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩২
152523
egypt12 লিখেছেন : আপনার শুভেচ্ছা পেয়ে খুশি হলাম Tongue
202960
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪০
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। এই উপলদ্ধিটা যদি সবার হত। জাজাকাল্লাহু খায়রান।
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৩
152524
egypt12 লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম...তবে আমরা সত্যিকারের স্বাধীন থাকতে পারতাম
202973
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৬
নীল জোছনা লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৩
152525
egypt12 লিখেছেন : আপনাদের দোয়ায় চেষ্টা করে যাচ্ছিLove Struck
১০
203998
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : কোন বাজারে মেলে তাহা,
কোন দোকানে গেলে,
মোরালিটি বা কোয়ালিটি
আসল দামে মেলে?
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৩
153367
egypt12 লিখেছেন : শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ ছাড়া মোরালিটি বা কোয়ালিটির কোন মূল্য নেই...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File