দাদী-নাতনীর সংলাপ-১
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৫ এপ্রিল, ২০১৪, ০২:২৬:২৮ দুপুর
দাদী-নাতনী দুটি প্রধান চরিত্র। কোনো নির্দিষ্ট ব্যাক্তি নয়, তাই তাদের মধ্যে ভিন্নতা আসা স্বাভাবিক। আবার তাদের সহযোগী চরিত্রও প্রাধান্য পেতে পারে কোনো সময় কোনো কারণে। সব মিলিয়ে উপভোগ করুন রোমান্চকর এক অভিঙতা।
দাদী : কিরে জুলফা! ওই আকন্দ বাড়ীর মাষ্টারের বউ প্রতিদিন এতো চিল্লাচিল্লি করে কেন?
নাতনী (জুলফা) : আকন্দ বাড়ীর মাষ্টার তো কয়েকজন । আপনি কোন মাষ্টারের বউয়ের কথা বলছেন দাদী?
দাদী : ওই যে মোটা মাষ্টারের বউ, নামটা যেন কি?
নাতনী : ও, মাশা ভাবির কথা বলছেন?
দাদী : মাশা আবার কে?
নাতনী : মাশা মানে “মাহফুজা শারমিন। সংক্ষেপে মাশা। তিনি সিরাজ মাষ্টারের বউ ।
দাদী : হায় রে! আর যে কতকিছুতে সংক্ষেপ দেখতে হবে! আজকাল মেয়েরা জামা-কাপড়, চুল-ভ্রু সংক্ষেপ করতে করতে নিজের নামটাও সংক্ষেপ করা ধরেছে। যাক, সে সারাদিন এতো পেঁচাল পারে কেন, জানিস নাকি?
নাতনী : বেশি জানিনা, তবে শুনলাম- একান্ন সংসার থেকে পৃথক হয়ে নতুন করে ছোট সংসার পাতার জন্য নাকি অমন করে।
দাদী : আচ্ছা, ওকে আমার সঙ্গে একটু দেখা করতে বলিস তো।
নাতনী : ঠিক আছে আজকেই বলবো।
***************
: আসসালামু আলাইকুম দাদী ! কেমন আছেন?
: ওয়াআলাইকুমুস সালাম। আমি ভালো আছি। তুমি কেমন আছো নাতবৌ?
নাতবৌ : কেমন আর থাকবো দাদী, একপাল লোকজনের মধ্যে কি আর ভালো থাকা যায়? সারাদিন শুধু ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর চেঁচামেচি চিল্লাচিল্লি খাই খাই নাই নাই.....। আমার শশুর-শাশুড়ীর একদম বুদ্ধি-বিবেক কিছুই নেই, কোনো হিসাব-নিকাশ না করেই শুধু হালি হালি সন্তান নিয়েছেন। আগে-পিছের চিন্তা-ভাবনা কিছুই করেননি। একটুও ভেবে দেখেননি যে, এতোগুলা সন্তান নিয়ে তাদের খাওয়াবো কি? আর রাখবো কোথায়?
আমি আর তাদের মত ভুল করবো না। আর একটিও বাচ্চা নিব না। এই একটা মেয়েই যথেষ্ট। সুখী সংসার........।
কোনো ভূমিকা ছাড়াই এক নাগাড়ে কথাগুলো বলে গেল একটু বেশি বলতে অভ্যস্ত মাহফুজা শারমিন। দাদী তার অবস্থা বুঝতে পেরে সতর্ক অবস্থা গ্রহণ করেন।
দাদী : আচ্ছা নাতবৌ! তুমি যেন কী বলছিলে তোমার শশুর-শাশুড়ী সম্পর্কে?
নাতবৌ : ওই যে তারা বোকার মতো একপাল বাচ্চা-কাচ্চা নিয়ে আজ..........
দাদী : কী বললে? বাচ্চা-কাচ্চা নেয়ার মালিক কে? মানুষ নিজে?
নাতবৌ : মানুষই তো বাচ্চা নেয়। আমরা যদি কোনো বাচ্চা না নেই বা দু-একটির বেশি না নেই, তাহলে বাচ্চা হবে কোত্থেকে?
দাদী : আসতাগফিরুল্লাহ,আসতাগফিরুল্লাহ । মানুষই যদি বাচ্চা নেয়া-নেয়ার মালিক হয়, তাহলে ঐ দক্ষিন পাড়ার খলিলের বউয়ের কোনো বাচ্চা-কাচ্চা হয়না কেন? অথচ ওদের মনে মা-বাবা হওয়ার কতো সাধ !
চলবে...........
বিষয়: বিবিধ
১৪৮৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন