* ভন্ড *

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩০:৫২ রাত



দেখ চেয়ে দেখ ভন্ডরা

বেঁধেছে বাসা সবখানে,

পীর মুরিদীর ব্যবসা করে

প্রাণ ভরাচ্ছে টাকার ঘ্রাণে।

অবুঝ মুসলিম পরছে গিয়ে

হুমড়ি খেয়ে তাদের পায়ে,

পীরেরা নিচ্ছে মজা

হাত বুলাচ্ছে নারীদের গায়ে।

হায় মুসলিম তোমরা করছ কি

তোমাদের মাথায় কি নেই কিছু!

ইসলামকে জানো বুঝো

ছেড়ে দাও ভন্ডদের পিছু।

লেখক- ইশতিয়াক আহমেদ

১৪/১২/২০১৬

বিষয়: সাহিত্য

১৩২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380719
১৫ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৩১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যদি পীর হতে পারতাম বিদেশ নো আইতাম।
১৬ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:০৭
315036
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হাহাহা তাইলে আমি খাদেম হই যাইতাম
380727
১৬ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:০৫
আনিসুর রহমান লিখেছেন : তুমি সুফী------

তুমি হাকীকত তুমি তরীকত ,তুমি মারিফদ

তুমি বাক্কা তুমি ফানা তুমি আসুক তুমিই মাসুক

বোকা বানানোর তোমার আছে যত তরীকত

ঝুলি ভরা তোমার আছে যত কেরামত

সোনা-চাঁদি-রুপা বিপদ-আপদ, বালা-মুসিবত

তোমারে যে পুজে তোমার কেরামতের জোরে

সে হয় মালা মাল

তোমারে যে না পুছে তোমার কেরামতের জোরে

সে পড়ে বালা মুসিবতে

মৃত্যুর পরে মুরিদরা সব যাবে জন্নাতে

তোমারি হাত ধরে।
১৬ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:০৭
315037
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
381420
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ১২:২২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো লাগলো আপনার কবিতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File