একটি প্রেমের অণুগল্প

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৬ ডিসেম্বর, ২০১৬, ১০:৩০:১০ রাত



- জানু! আই লাভ ইউ

- হুম লাভ ইউ টু সোনা

- লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ......

আরে "রোজ" থামোনা। হাহাহা বুঝছি তো ভালোবাসো। আর বলতে হবেনা। গলায় ধরবে এভাবে চিল্লালে। ( রোজের বলা থামিয়ে রোজকে বললো সাহার)

একে অপরকে খুব ভালোবাসে। তবে রোজ একটু বেশিই। মেয়েরা যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে তারা খুব সিরিয়াস হয়ে যায়। সেই ভালোবাসার সাথে জীবনকে জড়িয়ে ফেলে। যদি কখনো তাদের সেই ভালোবাসা হারিয়ে যায় তাহলে তখন নিজেদের জীবনটাও হারিয়ে বসে।

সাহারও খুব বেশি দূর্বল রোজের প্রতি। এই রোজের মাঝেই যেন খুজে পায় সে তার দুনিয়ার সুখ শান্তি। দুজনের সম্পর্কে যেমন ভালোবাসা আছে তেমনই ঝগড়াও আছে। আর ঝগড়া ছাড়া ভালোবাসা পূর্ণতা পায়না কখনোই। ভালোবাসা আছে বলেই তো ঝগড়া হয়।

সাহারের রাগ একটু বেশি আর রোজের অভিমান। সাহার রেগে গিয়ে যদি সামান্য কটু কথাও বলে ফেলে তাহলেই রোজ কাঁদতে কাঁদতে শেষ...

তবে সাহারের রাগ বেশি হলেও সেটা বেশি সময় থাকেনা আর রোজের অভিমান হলে সেটা সহজে ভাংগেনা। তবে ভাংগার পর আদরে আদরেই আবার সব ভুলিয়ে দেয়।

দুজনে আজ পাশাপাশি বসে আছে একটা নদীর পাড়ে। (তাদের প্রথম দেখাটাও হয়েছিল নদীর পাড়েই) সাহার কলম দিয়ে রোজের দেয়া ডায়রিতে কি যেন লিখছে আর রোজ লাভ ইউ লাভ ইউ বলে যাচ্ছে। একটু পর সাহার বললো - রোজ! তোমার জন্য একটা কবিতা লিখেছি। এই কাঁচা হাতের লিখা পড়ে সবার হেসোনা।

কই দেখি দেখি বলে ডায়রীটা টেনে নিল রোজ। তারপর পড়তে শুরু করলো-

ভালোবাসি ভালোবাসি

শুধু তোমাকেই,

স্বপ্ন দেখি, সুখ খুঁজি

শুধু তোমাতেই।

ভালো লাগে তোমার

মিষ্টি মুখের মিষ্টি হাসি,

ইচ্ছা হয় তোমার প্রেমের

দঁড়িতে লাগি ফাঁসী

ভালোবাসি ভালোবাসি।

কবিতা পড়ে কিছুক্ষণ নীরব থাকলো রোজ। যেন উপলব্ধি করছে সে কবিতাটাকে। সাহারের ডাকে নীরবতা ভাংলো রোজের। সে দাঁড়ালো। তারপর সাহারকে বললো দাঁড়াও। সাহারও কি মনে করে যেন কোন প্রশ্ন না করেই দাঁড়ালো।

একে অপরের চোখে তাকিয়ে রয়েছে অপলক ভাবে। কোন কথা নেই। হঠাৎ সাহারকে জড়িয়ে ধরলো রোজ। কেঁদে কেঁদে বলতে লাগলো-

I LOVE YOU অনেক ভালোবাসি তোমায়।

বিষয়: সাহিত্য

১৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File