পাপী বান্দা
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৭ ডিসেম্বর, ২০১৬, ১১:১১:৪৬ রাত
আমি তোমার পাপী বান্দা
করছি শত পাপ,
পাপে পাপে অন্তর পুড়ছে
দিলে বাড়ছে চাপ।
দয়াময় আল্লাহ তুমি
অসীম দয়ার সাগর,
পাপগুলি মুছে দিয়ে
খুলে দিও জান্নাতেরই দোয়ার।
পাপের পাল্লা ভরে আছি
পুণ্যের পাল্লা খালি,
নাইতো বাঁচার কোন উপায়
শুধু দয়া ছাড়া তোমারি।
আমি তোমার পাপী বান্দা
করছি শত পাপ,
পাপের ভারে কাবু যে আজ
করে দাও গো মাফ।
ও আল্লাহ...... ও আল্লাহ....... ও আল্লাহ....
গান- পাপী বান্দা
লেখক- ইশতিয়াক আহমেদ
তারিখঃ- ১৫/১২/২০১৬ ইং
বিষয়: সাহিত্য
১৭৭১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন