মৌসুমীদের... (গান)

লিখেছেন লিখেছেন egypt12 ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:১৭:৩৩ দুপুর



কিছু কিছু স্বপ্ন পৌঁছায় ধৃষ্টতায়,

কিছু কিছু স্বপ্ন জড়ায় আড়ষ্টতায়।

*

তোমায় নিয়ে স্বপ্ন গুলোয়

কে মেরেছে বাণ!?

তবে কেন আমায় নিয়ে

এত পিছুটান?

*

পিছুটানে উলটো হেঁটে

হারিয়ে গেলে তুমি,

আমি খুঁজি মরুর বুকে

হারানো মৌসুমী।

*

সুরভীরা মৌসুমী হয়-

আসে ভালো মৌসুমে,

খরার দিনে ঠিক চলে যায়

বিরহীদের দিল চুমে।

১১/১২/১৬

বিষয়: সাহিত্য

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File