চাণক্য প্রেম-২
লিখেছেন লিখেছেন egypt12 ২৯ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৩:১৯ সকাল
পৃথিবীতে অনেক সম্পর্কই তো
এক তরফা হয়ে থাকে,
তেমনি আমার প্রেমও ছিল একতরফা;
এ জীবনের সব বাঁকে।
.
তাই, সময়-অসময়ে অনেক
ভালোবাসার প্রদান হতো;
কিন্তু এই মানবের
সরল ও বোকা মন কি কিছু পেতো?
.
যদিও এ ব্যাপারে বেশী কিছু ভাবিনি
আবেগের বসে;
কিন্তু আজকে এমনই ভাবনা জেঁকে বসলো
তাকে চেনার শেষে।
.
আগেও বলেছি চাণক্য প্রেমের কথা;
আবার বলছি এই প্রেম ভালো নয়,
যেখানে থাকে শুধুই দিয়ে যাওয়া-
আর থাকে ধোঁকায় সৃষ্ট অজানা ভয়।
.
আমার প্রেমে শুধুই ছিল ব্যাথা-শংকা ও ভীতি,
তবু, এ প্রেম মানেনি কোন রীতি কিংবা নীতি।
এই নীতিহীন প্রেম করেছে আমায় আত্মগ্রাসী,
তাইতো সরল প্রেমে আমার নীতি আত্মনাশী।
.
তাই ভালোবাসার সীমান্তে দাঁড়িয়ে কত চেয়েছি প্রেম!
হায় মন কাঁদে;
তবু সে প্রেম সীমান্তে নিয়ত আঘাত করে
মন চুরির অপবাদে।
.
আজ বুঝেছি গরু চুরি ও মন চুরি
দুটোই ক্রসফায়ারের বাহানা
তাই আমি আজও কথিত প্রেম সীমান্তে
তারই ঘৃণার নিখুঁত নিশানা।
.
তবু ভুলতে চাইলেই কি ভোলা যায়?
সে যে আমার বুকে বাঁধা অনেক ঋণে!
যদিও এমন এক তরফা প্রদানের প্রাপ্তি জানে-
কল্প লোকের ভূত-জ্বীনে।
.
জানি, আমি জানিনা আমি তারে
প্রেম দিয়েছি কয় হাজার ট্রলার?
শুধু জানি আমার পাওনা অনেক বেশী-
বহু ট্রিলিয়ন হার্ট ডলার।
.
ভাবছো কি ভাই? আমি হয়ে গেছি-
ম্যাচিউর বা সচেতন? ধুর বোকা!
আমি তো আজও শুধুই দিয়ে যাই;
স্বার্থের ধরায় রয়ে গেছি খোকা।
.
২৯ ডিসেম্বর ২০১৫
বিষয়: সাহিত্য
১৫৪১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি বারান্দাতে দাড়িয়ে থেক
শেষ দেখাটা দেখতে পাবে
মরণ যাত্রা যেদিন যাবে...এ হলো
প্রেমের অনুভুতি। ধন্যবাদ।
আজ বুঝেছি গরু চুরি ও মন চুরি
দুটোই ক্রসফায়ারের বাহানা
মন্তব্য করতে লগইন করুন