চাণক্য প্রেম-২

লিখেছেন লিখেছেন egypt12 ২৯ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৩:১৯ সকাল



পৃথিবীতে অনেক সম্পর্কই তো

এক তরফা হয়ে থাকে,

তেমনি আমার প্রেমও ছিল একতরফা;

এ জীবনের সব বাঁকে।

.

তাই, সময়-অসময়ে অনেক

ভালোবাসার প্রদান হতো;

কিন্তু এই মানবের

সরল ও বোকা মন কি কিছু পেতো?

.

যদিও এ ব্যাপারে বেশী কিছু ভাবিনি

আবেগের বসে;

কিন্তু আজকে এমনই ভাবনা জেঁকে বসলো

তাকে চেনার শেষে।

.

আগেও বলেছি চাণক্য প্রেমের কথা;

আবার বলছি এই প্রেম ভালো নয়,

যেখানে থাকে শুধুই দিয়ে যাওয়া-

আর থাকে ধোঁকায় সৃষ্ট অজানা ভয়।

.

আমার প্রেমে শুধুই ছিল ব্যাথা-শংকা ও ভীতি,

তবু, এ প্রেম মানেনি কোন রীতি কিংবা নীতি।

এই নীতিহীন প্রেম করেছে আমায় আত্মগ্রাসী,

তাইতো সরল প্রেমে আমার নীতি আত্মনাশী।

.

তাই ভালোবাসার সীমান্তে দাঁড়িয়ে কত চেয়েছি প্রেম!

হায় মন কাঁদে;

তবু সে প্রেম সীমান্তে নিয়ত আঘাত করে

মন চুরির অপবাদে।

.

আজ বুঝেছি গরু চুরি ও মন চুরি

দুটোই ক্রসফায়ারের বাহানা

তাই আমি আজও কথিত প্রেম সীমান্তে

তারই ঘৃণার নিখুঁত নিশানা।

.

তবু ভুলতে চাইলেই কি ভোলা যায়?

সে যে আমার বুকে বাঁধা অনেক ঋণে!

যদিও এমন এক তরফা প্রদানের প্রাপ্তি জানে-

কল্প লোকের ভূত-জ্বীনে।

.

জানি, আমি জানিনা আমি তারে

প্রেম দিয়েছি কয় হাজার ট্রলার?

শুধু জানি আমার পাওনা অনেক বেশী-

বহু ট্রিলিয়ন হার্ট ডলার।

.

ভাবছো কি ভাই? আমি হয়ে গেছি-

ম্যাচিউর বা সচেতন? ধুর বোকা!

আমি তো আজও শুধুই দিয়ে যাই;

স্বার্থের ধরায় রয়ে গেছি খোকা।

.

২৯ ডিসেম্বর ২০১৫

বিষয়: সাহিত্য

১৫৪১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355626
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : অসাধারন আপনার কবিতা, ভাল লাগলো চালিয়ে যান, ধন্যবাদ আপনাকে
২০ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪২
314422
egypt12 লিখেছেন : ধন্যবাদ বড় ভাই।
355644
২৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চেতনা নাই আপনার!! জলদি চেতনা বড়ি খান!
২০ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
314423
egypt12 লিখেছেন : বড়ি খেয়ে এতদিন ঘুমে ছিলাম।
355658
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৪
শেখের পোলা লিখেছেন : দিয়তো যেতেই হবে বন্ধু৷ ওদের টাায় কাটা টিকেটে ফার্ষ্টক্লাশ ট্রেনে চড়েছেন যে৷ অন্যরকম কবিতা ধন্যবাদ ওস্তাদজী৷
২০ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
314424
egypt12 লিখেছেন : ধন্যবাদ ব্রাদার।
355681
৩০ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:২৬
প্রবাসী মজুমদার লিখেছেন : ............
তুমি বারান্দাতে দাড়িয়ে থেক
শেষ দেখাটা দেখতে পাবে
মরণ যাত্রা যেদিন যাবে...এ হলো
প্রেমের অনুভুতি। ধন্যবাদ।
২০ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
314425
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
362890
১৯ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : দেওয়াতেই প্রকৃত সুখ রে পাগলা! তাই দিয়ে যায়
২০ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
314426
egypt12 লিখেছেন : Tongue Tongue Tongue
364428
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আজ বুঝেছি গরু চুরি ও মন চুরি
দুটোই ক্রসফায়ারের বাহানা

Thumbs Up Big Grin Rose
২০ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
314427
egypt12 লিখেছেন : ওয়াআলাইকুম সালাম ব্রাদার।
364431
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চাণক্য প্রেম!"বড় প্রেম শুধু কাছেই টানেনা দূরেও ঠেলে দেয়।" (শরৎ বাবু) একটু অপেক্ষা করুন, এই অসম প্রেমের বড়িটা কিভাবে হজম হয় দেখি?ধন্যবাদ।
২০ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
314428
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, ব্রাদার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File