সভ্যতার! বিদায় ঘন্টা ২...

লিখেছেন লিখেছেন egypt12 ২১ নভেম্বর, ২০১৬, ১১:২২:০৪ সকাল



আমি ফের বলছি...

কথিত এই সভ্যতা ধবংসের দ্বারে,

অগণিত অসহায়ের দীর্ঘশ্বাস

চেপে বসেছে এটার ঘাড়ে।

.

দীর্ঘ শ্বাস গুলো আরশ কাঁপিয়ে

আবার মর্তের দিকে ঘুরে গেছে,

এবার রেহাই নেই;

ধবংসের ফল পেকে গেছে,

পাপের সকল গাছে গাছে।

.

বলেছি...

অনেক নিষ্পাপ লাশের বোঝায়

এই সভ্যতা ক্লান্ত হয়েছে,

ক্লান্তির পর পর এটা এখন

ক্যান্সারের ব্যধিতে আক্রান্ত রয়েছে।

.

দেখ,

ধবংসের কালো মেঘ ঘনিভূত

সকল নির্যাতিত প্রান্তরে,

তাদের ধবংস অনিবার্য

যারা হিংসের ব্যধি বইছে নিজ অন্তরে।

.

হয়ত বা...

সাবধান হওয়ার সময়ও গিয়েছে পেরিয়ে

অনেক আগে,

এই বিশ্বাসে আছি অপেক্ষাতে-

এটার ধবংস দেখার ইচ্ছে জাগে।

.

এত পাপ নরম মাটি আর সইবেনা;

সাথে আকাশ-বাতাস পর্বত মালা,

সব শীঘ্রই এই সভ্যতার ধবংসে আছড়ে পড়বে,

হুম, এবার ধবংসের পালা।

.

আমি বাঁচতে চাই এই নোংরা,

ও নিষ্ঠুর সভ্যতার পতন দেখব বলে,

ক্ষুদ্রের পক্ষে এক দলা থু থু ছিটিয়ে দেব

এটার পতন কালে।

১৭/১১/১৬

#Stop_Muslim_Killing_In_Mayanmar

বিষয়: সাহিত্য

১৩৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379904
২১ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:৫১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : # তোমাদের উপর যে বিপদই আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের কারণেই হয়। (সূরা আশ শুরা, আয়াত: ৩০)

# যখন আমি কোন জনপদকে ধ্বংশ করার ইচ্ছা করি তখন তার সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে(সৎকর্ম করতে)আদেশ করি; কিন্তু তারা সেখানে পাপাচারে মেতে ওঠে; তখন সেই জনপদবাসীর উপর দন্ডাজ্ঞা অবধারিত হয়ে যায় এবং আমি তাকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। (সূরা বনী ইসরাইল:আয়াত:১৬)

# তোমরা কি ভয়হীন হয়ে গেছ যে, তিনি তোমাদেরকে স্হলভাগেই জমীনের মাঝে ধ্বসিয়ে দিবেন না, কিংবা তোমাদের উপর শিলা বর্ষণকারী ঝড়ো হাওয়া পাঠাবেন না? এমতাবস্হায় তোমাদের রক্ষাকারী কাউকেই তোমরা পাবেনা।

# তোমরা কি ভয়হীন হয়ে গেছ যে, তিনি তোমাদেরকে আরেকবার সমূদ্রে নিয়ে যাবেননা আর তোমাদের উপর প্রচন্ড ঝড়ো হাওয়া প্রেরণ করবেননা এবং তোমাদের অকৃতজ্ঞতার জন্য তোমাদের ডুবিয়ে দেবেননা? তখন তোমরা আমার বিরুদ্ধে কোন সাহায্যকারী পাবেনা। (সুরা ইসরা/বনী ইজরাইল, আয়াত: ৬৯-৭০)

# এ লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে (তারা মনে করে নিয়েছে) যে, আমার আযাব (নিঝুম) রাতে তাদের কাছে আসবে না, যখন তারা (গভীর) ঘুমে (বিভোর হয়ে) থাকবে? অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে, আমার আযাব তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না- তখন তারা খেল-তামাশায় মত্ত থাকবে। কিংবা তারা কি আল্লাহ তাআলার কলা-কৌশল থেকেও নির্ভয় হয়ে গেছে, অথচ আল্লাহ তাআলার কলা-কৌশল থেকে ক্ষতিগ্রস্থ জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিত হতে পারে না।” (সূরা আল আ’রাফ, আয়াত: ৯৭-৯৯)
এমন কোন জনপদ নেই যা আমি কিয়ামত পূববর্তী সময়ে ধ্বংস করব না, অথবা যাকে কঠোর শাস্তি দিবনা; এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে। (সুরা বনী ইজরাইল: আয়াত: ৫৮)
২৫ নভেম্বর ২০১৬ সকাল ১০:২৪
314622
egypt12 লিখেছেন : আল্লাহ্‌ আজ ইসরাইলকে গজবে ফেলেছেন, হয়ত তাদের প্রতি এটা আল্লাহ্‌র চুড়ান্ত সাবধান বাণী।
379918
২১ নভেম্বর ২০১৬ রাত ১১:৫৫
আফরা লিখেছেন : আমি ও দেখতে চাই ।
২৫ নভেম্বর ২০১৬ সকাল ১০:২৪
314623
egypt12 লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File