চিলেকোঠার গল্প

লিখেছেন লিখেছেন egypt12 ২৫ জানুয়ারি, ২০১৭, ০২:১০:৫৭ দুপুর



প্রাসাদেও দুখ আছে আবার চিলেকোঠায়ও আছে সুখ,

তবুও তোমরা প্রাসাদের লোভে কেঁদে ভারী কর বুক।

দেখ না দিন মজুরের ঘরেও নিত্য সুখের নহর বয়,

ধনীর ঘরেও আছে বঞ্চনার হাহাকার-হৃদয়ের ক্ষয়।

অবাক হলে? কিসের বঞ্চনা ধনীর ঘরে! হুম খুব আছে,

বিত্তই কি সব? যদি দূরত্ব ঝুলেরয় হৃদয়ের গাছে?

নিখাঁদ প্রেমই দেয় সকল বিত্তের ঘরে সুখের ঐ সু-বাতাস,

প্রেম-মায়া-ভালোবাসাহীনের থাকে অপ্রাপ্তির হা-হুতাশ।

ঐ অপ্রাপ্তি ঢাকা থাকে মেকি জৌলুসের থাবার নিচে,

ফের আঙুল তুলে বল; কিসের সুখ ঐ চিলে কোঠার কাছে?

২৪/০১/২০১৭

বিষয়: সাহিত্য

১৩৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381483
২৫ জানুয়ারি ২০১৭ রাত ০৮:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগে চিলে কোঠায় থেকে দেখেন!!!
২৭ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:৪৮
315480
egypt12 লিখেছেন : ভাই আমরা চিলেকোঠা থেকেই দালানে উঠেছি...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File