তোমার মনের নীল দরজায়... (গান)
লিখেছেন লিখেছেন egypt12 ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৫:৩১:৫৪ বিকাল
মেঘ ডেকেছে তাই বলে কি
বৃষ্টিতে ভেজ?
মন বলেছে তাই বলে কি
অমন সাজন সাজ?
*
আমার জন্য সময় নেই কি?
ব্যস্ত কি সব কাজে!
তোমায় ভেবে বিষণ্ণ মন-
সকাল-বিকাল-সাঁঝে।
*
এ মন চলেছে মনের বাড়ি;
যদিও আছে আড়ি,
ভালোবাসার সীমা হয় কী?
হয় কি কমা দাড়ি?
*
আজ তোমার মনের নীল দরজায়
দাড়িয়ে এ যুবক,
তাকে আচ্ছা করে বকে দাও না-
দিয়ে প্রেমের সবক।
১১/১২/২০১৬
বিষয়: সাহিত্য
১৪৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন