প্রিয় তরুণ প্রজন্ম, যারা ফেসবুক এবং...বন্ধ করেছিলো-তাদেরকে কি আগামীকাল ভোট দিবেন?

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২৯ ডিসেম্বর, ২০১৫, ১১:৫০:৩৭ সকাল

ওরা সব বন্ধ করে দেব, যাতে অপকর্ম ঢাকা পড়ে?

মনে আছে? ১৯৭৫ সালে সব বন্ধ করে দিয়েছিলো কেবল ৪টি পত্রিকা ছাড়া।

বাকশালী ওই ভুত এখনও ওদের ছাড়ে নাই।





ওদের বগল মে ইট মুখে শেখ ফরিদ!



ওরা শয়তানের দোসর, ওদের কথায় বিশ্বাস করা যায় না



ওরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না।



ওরা নিজেরা যা বলে তা করে না



ওরা মানুষ না দানব



ওরা ফেসবুক কতৃপক্ষকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিলো



তরুন প্রজন্মকে ধোঁকা দিয়েছে।



এটা মন্ত্রী না নর্তকী!



শয়তানও তাদের লজ্জা পায়



আইনকে ওরা বৃদ্ধা্ঙগুলী দেখায়



ওদের না বলুন



ওকে সরানোর দাবী তুলুন



আর যাতে বন্ধ করার সাহস না দেখায়।



ওরা কি মন্ত্রী হবার যোগ্য?



আর কত প্রহসন করবে?



পালকমন্ত্রী ?



ভোট পবিত্র আমানত, সুযোগ পেলে নৌকাকে ডুবিয়ে দিতে হবে চিরতরে।



মানুষের অধিকার হরণ কারিনী নারেনা!



বিষয়: বিবিধ

১৫৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355620
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১০
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগকে ভোট না দিলে কি হবে ? এটা তো সাধারণ নির্বাচন না যে মসনদ উল্টে যাবে ?

হারলেও ক্ষমতার রাশ তাই আওয়ামী লীগের হাতেই থাকবে ।

নির্বাচনের কারণে গর্তে লুকিয়ে থাকা নেতা কর্মীরা এখন বের হয়ে এসেছে । বিশেষ অভিযান চালিয়ে সে গুলোকে কচু কাটা করা হবে।
355645
২৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমদের তরুণ প্রজন্ম যে ভোট বিমুখ! সেটাই এই দেশের সমস্যা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File