সখী, চেতনা কাহারে বলে
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৫ এপ্রিল, ২০১৪, ০৩:১৭:৪৫ দুপুর
সৌভাগ্য কি দূর্ভাগ্যক্রমে চেতনার এ উর্বর যুগে রবিবাবুর জন্ম হয়নি। তাহলে তাহার গানের কলি কিঞ্চিৎ বদলে যেত বৈকি!
তিনি হয়তো লিখতেনঃ
সখী, চেতনা কাহারে বলে। সখী, চেতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী ‘চেতনা’ ‘চেতনা’—
সখী, চেতনা কারে কয় ! সে কি কেবলই ভারতময় ।
চেতনাধারীদের চেতনা আবার সদা জাগরুক থাকেনা। তাহাদের সময় সুযোগ ও সুবিধা মতো জাগিয়া উঠে, উথ্থিত হয় (যদিও তা হাফ ইঞ্চির বেশি নয়)। তবে বেশির ভাগ সময় নেতিয়ে পড়ে। এই উথ্থিত বা নেতিয়ে পড়ার বিষয়টি শীত গ্রীষ্ম বর্ষার উপর নির্ভর করেনা, তাহাদের সুযোগ সুবিধা ও স্বার্থের অনুকুল প্রতিকুলতার উপর ইহা নির্ভর করিয়া থাকে।
এই চেতনা বলেই আমাদের জাফর সাহেবরা ওয়েস্টার্ন কাহিনী কপি করে সায়েন্স ফিকশন নামে চালান। মতি আর মাহফুজ সাহেবরা ফটোশপ ছবি দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেন। অমি পিয়ালরা শিয়ালের ভূমিকা নিয়ে নবনীতাদের মুরগী বানিয়ে শিকার করে। চেতনার ফেরী এভাবে চলতেই থাকে।
তাহাদের অনুসারীরা হাইকোর্ট এর সামনেও চেতনার প্রদর্শন করিয়া থাকেন অনেক কসরত এর পরেও যে চেতনার দৈর্ঘ্য অর্ধ ইঞ্চির বেশি প্রসারিত হয়না।
চেতনার কথা আর কি বলিব! অল্প কথায় বুঝিতে চাহিলে-
অন্তরে তাহাদের ভারত মাথা,
মুখে আওড়ায় চেতনার কথা।
কুকুরের গায়ে জাতীয় পতাকা,
চেতনা ইহারেই কহে
বুঝিনা সেটা মোরা যে বোকা!
বুকে জড়ায় ভারত মাতা,
ইহাই চেতনার ফাইনাল কথা।
বিষয়: রাজনীতি
২০৭৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু চেতনা প্রদর্শন করিতে গিয়া প্রমান করিল আসলে তাহাদের চেতনায় ভারত মাতা ভিন্ন কেহ নাই।
কি পরম মমতায় উনি তার পোষা কুকুরকে আগলে রেখেছেন !
সঠিক কথাটাই বলেছেনঃ "চেতনা কারে কয়! সে কেবলই ভারতময়।"
মুখে আওড়ায় চেতনার কথা।
কুকুরের গায়ে জাতীয় পতাকা,
চেতনা ইহারেই কহে
বুঝিনা সেটা মোরা যে বোকা!
বুকে জড়ায় ভারত মাতা,
ইহাই চেতনার ফাইনাল কথা।
অাভিজাত্য ও ঐতিজ্যহীন পরিবার থেকে সন্ত্রাসের মাধ্যমে উঠে আসা এসব নেতা মন্ত্রী থেকে এর চেয়ে বেশী কিছু আশা করা যায়না। স্বার্থের মোহে মিছে দেশপ্রেম দেখিয়ে এদেশের মানুষদের বোকা বানিয়ে পারিবারিক তন্ত্র যেন সব শেষ করে দিয়েছে। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন