সিবিএফ এর ইফতার আয়োজন
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২১ জুন, ২০১৬, ০৩:০৪:০৭ দুপুর
কমিউনিটি ব্লগারস ফোরাম এর ব্যানারে গতকাল রমনার খোলা প্রান্তরে দূর্বা ঘাসের উপর বসে প্রাণবন্ত আড্ডা আর আলোচনা মাতলেন ব্লগার ও অনলাইন এক্টিভিস্টরা।
ছবিতে উপস্থিতির একাংশ --------
ইফতার পূর্ব আলোচনা সভায় সিয়ামের গুরুত্ব ও শিক্ষা নিয়ে আলোচনা হয়। পাপাচার হতে মুক্ত থেকে রমজানের সংযম এবং আল্লাহভীরুতার প্র্যাকটিস যেন সারাবছর চালু থাকে সে জন্য আল্লাহর সাহায্য চাওয়া হয়। এর পাশাপাশি নির্মল কৌতুক ও আড্ডায় আলোচনা সভায় বাড়তি মাত্রা যোগ করে। দেশ ও জাতির বর্তমান ক্রান্তিলগ্ন ও আশু বিপদ নিয়ে আশঙ্কা প্রকাশ করে এর উত্তরণে করণীয় নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্লগার ও অনলাইন এক্টিভিস্টরা। বিশেষ করে যুব সমাজ যে নষ্ট সাংস্কৃতিক আগ্রাসনের বলি হচ্ছে এবং বিকৃত ইতিহাস চর্চার কারণে ভুল ইতিহাস জানছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় এবং পাশাপাশি উত্তরণের উপায়সমূহ নিয়ে মতপ্রকাশ করা হয়। পৌত্তলিকি সংস্কৃতি, পর্ণোগ্রাফির করাল গ্রাস হতে যুব সমাজকে রক্ষার জন্য বেশি বেশি সুস্থ সংস্কৃতি, সুসাহিত্য ও সঠিক ইতিহাস চর্চা ও প্রসারের বিষয়ে মত প্রকাশ করেন আলোচকরা।
বিষয়: বিবিধ
১৮৯৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
মন্তব্য করতে লগইন করুন