স্যার আমার ভোট তো একটা? যদি এক সাথে 200 টা দি?

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ০৫ জানুয়ারি, ২০১৪, ০২:২৭:০২ দুপুর

স্যার, আমার ভোট তো একটা?

যদি এক সাথে 200 টা দি?

- হ, দিয়েন।

স্যার, কেউ দেখবে না, আরো কয়েকটা ভোট দি?

-আচ্ছা দেন।

স্যার, বাক্স তো খালি, আরো কয়েকটা দি?

-সব বাক্স ই তো খালি, দেন আরো কয়েকটা দেন।

স্যার, আপনি কি মনে করেছেন, আমি আপনার

সাথে দুষ্টামি করতেছি, মাছুম আপা, যার আজ কেউ

নেই, শুধু চেতনা নিয়ে বেঁচে আছেন। এই চেতনা

কে টিকিয়ে রাখতে,বাঘসাল কায়েম করতে

আমি কি কিছুই করতে পারি না।

-যান যান, যা আছে সবগুলাতে সিল মারেন।

স্যার, আমার বন্ধু গোঁফআওলা টুকু বাহিরে

দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য?

-দুরো, এই নেন ব্যালটে, এই নেন বাক্স

বাড়ি নিয়া যান, চারটার আগ নিয়ে আসিয়েন।

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159227
০৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৫
159231
০৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪০
হতভাগা লিখেছেন : সিল মারো ভাই সিল মারো. নৌকা মার্কায় সিল মারো ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File