সবকিছুর মূলে আবুইল্যার পদ্মা সেতু, ৫ ই জানুয়ারির নির্বাচন।
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪১:২১ দুপুর
সবকিছুর মূলে ........
১. চিনির উপর ভ্যাট আরোপ
২. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর 7.5 % ভ্যাট আরোপ।
৩. গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো।
....................
বাস্তবিক পক্ষে পদ্মা সেতু নির্মাণে সরকার অদৃশ্য ভাবে জনগণ কে বলির পাঠা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সব প্রচেষ্টা করছে।
.....................
এখন গণপরিবহনের সর্বনিম্ম ভাড়া সাত টাকা, দূরপাল্লার যানবাহনের ভাড়া বাড়েছে, সব পরিবহনের ভাড়া বাড়েছে।
দেখা যাবে কয়েকদিন পর আবার বাড়বে কমবে না তা ঠিক!
এভাবে চলতে থাকলে আমারা কোথায় গিয়ে দাঁড়াবো??
...................
সম্ভবত ২১ লাখ সরকারি চাকুরি জীবির না হয় বেতন বাড়ল কিন্তু সংখ্যা গরিষ্ঠ প্রাইভেট চাকুরী জীবি, নিম্ম আয়ের মানুষগুলির কি হবে???
.......................
সরকারের সমস্যা কোন জায়গায়? সবকিছু স্থিতিশীল রাখতে পারছে না, অথচ বিশাল বিশাল বিলবোর্ড উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে।
....................
point to be noted
1. দেশে বিদেশী বিনিয়োগ আসছে না।
2. সরকারের পদ্মা সেতুর টাকা লাগবে।
3. সরকারি আমলাদের খুশী রাখতে তাদের বেতন বৃদ্ধি যেহেতু জনগণ এই সরকার কে নৈতিক বৈধতা দেয় নি তাই অনাকাঙ্খিত বিষ্ফোরন ঠেকাতে ডাবল বেতন বৃদ্ধি।
4. সেনাবাহিনীর কে খুশি রাখতে সেনাবাহিনীর গ্রেড পরিবর্তন করে বেতন স্কেল বাড়িয়েছে।
..................
সবকিছুর মূলে আবুইল্যার পদ্ম সেতু।
সবকিছুর মূলে ৫ ই জানুয়ারীর নির্বাচন।
টেরা চোখে লেখাটি দেখলেও আমি বলব এগুলো অপ্রিয় সত্য কথা।
................
আমরা এমন একটি নির্মোহ সরকার চাই, সে যে দলেরই হোক, পুরোপুরি গণতান্ত্রীক পর্যায়ে নির্বাচিত হয়ে আসবে, যাদের নৈতিক শক্তি থাকবে অটুট। বিশ্বে পাবে গ্রহণযোগ্যতা, দেশ যাবে এগিয়ে।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন