কেউ সাদা পোশাকে ঘুম করে, কেউ কালো পোশাক পরে উদ্ধার করে

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ০৩ মে, ২০১৪, ০২:৪২:১৭ দুপুর

কেউ সাদা পোশাকে গুম করে, কেউ কালো

পোশাক পরে উদ্ধার করে

আমরা বিশ্বাস করবো কোনটা, জানে না এই মনটা।

কেউ রাজনীতি করে, কেউ বিরোধীদল কে দায়ী

করে, আমরা বুঝবো কোনটা, জানে না এই মনটা।

আগে তো হয়নি এমন, মন করে কেমন কেমন

কখন জানি হয়ে যায় গুম, তাইতো আসেনা

কোন ঘুম।

কাউন্সিলর নজরুল গুম হলো ২৭ তারিখ

মামলা হলো, ৩ তারিখে এসে অভিযুক্ত

নুরের পরিবারের ১২ জন কে গ্রেফতার করা হলো

এতদিন কি প্রশাসন বইসা বইসা কলা কইলো?

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216900
০৩ মে ২০১৪ দুপুর ০৩:৪৪
শিশির ভেজা ভোর লিখেছেন : বুঝতে বুঝতে হয়তো একদিন আমি আপনিও গুম হয়ে যাবেন।
216910
০৩ মে ২০১৪ বিকাল ০৪:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পোষাক দেখে আর যায়না চেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File