অপহরণে ও রোমান্টিকতা!

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১৮ এপ্রিল, ২০১৪, ১১:৫৩:১৮ রাত



ধানমন্ডির আট নাম্বার খেলার মাঠটি

এক বছর আগে জবর দখলে নিয়েছিল

শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

তারপর থেকেই বিভিন্ন পরিবেশবাদী

সংগঠন গুলো সোচ্চার হয়, খেলার মাঠটি

পুনরুদ্ধারের জন্য। এ ক্ষেত্রে পরিবেশ রক্ষা

সংগঠন বেলার ভূমিকা ও ছিল উল্লেখযোগ্য।

মাঠটি পুনরুদ্ধারের আগ মুহূর্তে হঠাৎ করে

বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানা

চোধুরীর স্বামী এবি সিদ্দিক অপহৃত হন।

ঠিক দুই বছর আগে যখন ইলিয়াস আলী

টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলন শুরু

করেন এমন সময়ে ইলিয়াস আলী ও গুম হয়ে

যান।

মজার বিষয় এই যে, অনেক গুম হওয়া

মানুষের খবর মিলছে না, মৃত বা জীবিত

তা ও পাওয়া যাচ্ছে না কিন্তু এবার ঘটলো

উল্টো লঙ্কাকান্ড এক ইনিংস। অপহরণকারীরা

এবি সিদ্দিকের হাতে ধরিয়ে দিলেন ৩০০

টাকা। অনেক গুলো ইস্যু এই জায়গায়

ঘাপটি মেরে থাকতে পারে এতে কোন

সন্দেহ নেই।

তবে এদিকে এবি সিদ্দিকের ঘটনাটি সামনে

আসার পর থেকে ধামাচাপা পড়ে যাচ্ছে

বিমান বন্দরে আটক হওয়া ভারতীয় গোয়েন্দা

সংস্থা র এর সদস্যের কথা।

খেলা রাম খেলে যা ...........

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209796
১৯ এপ্রিল ২০১৪ রাত ১২:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন মানুষের জিবন নিয়া খেলছে তারা।
209820
১৯ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৪
প্যারিস থেকে আমি লিখেছেন : শুধু খেলা।
209879
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২২
Sada Kalo Mon লিখেছেন : হাসিনা এখন শুধু বাংলার মানুষকে নাটকের পর নাটক দেখাতে ব্যস্ত! আর মানুষ একটার পর আরেকটা দেখে পূর্বেরটা ভুলে যাচ্ছে! Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File