আজব সব মনমানসিকতা!

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ০৯ জুলাই, ২০১৪, ১১:৪৮:৩৭ সকাল

# ডাক্তার রোগী থেকেই টাকা নিলে হয়- ভিজিট

# এ্যাডভোকেট মক্কেল থেকে টাকা নিলে

হয় -ঘুস! ফি কিন্তু বলে না।

মামলায় জিতলে তবে ফি হয়, এর আগে নয়।

1)দোকানদার মাপে কম দিলে কিছুই বলা হয় না

2) শপিং মহলের এসি রুমের দোকানদার সব

হাতিয়ে দিলে ও কিছু হয় না।

2) বাসের হেলপার ১ টাকা বেশী রাখলে সে হয়

বাটপার কিংবা টাউট।

৩) অভিজাত রেস্তোরাঁর মূলা খাওয়াইয়া গলদা

চিংড়ি মাছের দাম নিলে কিছুই বলা হয় না।

৪) সেলুনের দোকানে দুই গালে দুইডা থাপ্পড় দিয়া

একশ টাকা নিলে, হয় সেটা বকশিশ।

আবার কিছু মানুষ আছে, ফুটপাতের লেবু বিক্রেতা

কিংবা কলা বিক্রেতা বৃদ্ধা লোকটির কাজ থেকে

একটা লেবু কিনতে দরকষাকষির শেষ থাকে না।

আজব সব মনমানসিকতা!

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243130
০৯ জুলাই ২০১৪ দুপুর ০১:১৮
আব্দুল গাফফার লিখেছেন : তাই'ত! আরেকটা হোটেলে খেয়ে বাডতি ১০টাকা বকশিস দিবে কোন সমসা নাই ।হোটেলের দরজায় অনাহারে থাকা ফকিরকে ২ টাকা দিতেও বলে ফেলে মাফ করো । অনেক ধন্যবাদ
243137
০৯ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৩
শিশির ভেজা ভোর লিখেছেন : আজব দেশতো
243177
০৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৩
হতভাগা লিখেছেন : পাড়ার রোমিও টিজ করলে তুলকালাম কান্ড হয়ে যায় , আবার শাহরুখ/অক্ষয় স্টেজে সবার সামনে চুমু খেলে জীবন ধন্য হয়ে যায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File