লাল টিপ বাহিনী

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ৩১ মে, ২০১৪, ০২:১১:৫৭ দুপুর

>>>>>>>লাল টিপ বাহিনী >>>>>>>

হ্যাঁ, আমি ওদের নাম দিয়েছি লাল টিপ

বাহিনী। ইতিমধ্যে অনেকে বুঝেছেন

এই বাহিনীর অন্তভুর্ক্ত কারা কারা। কারা

এই সম্প্রদায়ের সাথে জড়িত।

দিনের বেলায় কোথায় ওদের পাওয়া যাবে?

খুব ভালো প্রশ্ন,

দিনের বেলায় লাল টিপ বাহিনী কে পেতে পারেন,

কোন থিয়েটারে, কোন সেমিনারে অথবা শাহাবাগে

অথবা চারুকলা ইনষ্টিটিটিউটে, অথবা কোন

মানববন্ধনে।

রাতে ওনাদের নাগাল পাওয়া যাবে কি?

খুব সহজ একটি প্রাশ্ন। রাতে বেশিরভাগ

সময় ওদের পেতে পারেন < মোজার চ্যানেলের

টকশোগুলোতে, সাথে থাকবেন নবগরুনীতা

হয়তো বা সামিয়ানা।

এরপর অন্য চ্যানেল গুলির দিকে একটু নজর

রাখলেই হাতের কাছে পেয়ে যাচ্ছেন লাল টিপ

বাহিনীর সদস্যদের।

রাত একটার পর কোথায় পাওয়া যাবে?

এই প্রশ্নের বিষয়ে আপাতত মুখ খুলছিনা।

ওদের সদস্য সংখ্যা কত হতে পারে?

ওদের সদস্য সংখ্যা খুব একটা বেশী না,

তবে আট দশজনই পুরো দেশ নিয়ন্ত্রণ

করতে সক্ষম, যদি মিড়িয়া তাদের আচলের

তলে থাকে।

ওদের কাজের ধরন কি?

ওরা সাধারণত নিজেদের মানবাধিকার

কর্মী বলে জাহির করে থাকে।

যেমনঃ

ফেলানীর জন্য তাদের দরদ উৎরায় না

কিন্তু দামীনির জন্য দরদ উথলায়।

লিমনের জন্য কান্না তাদের আসে না

কিন্তু মালালার জন্য আসে।

আর কোন বিশেষ উদেশ্যে থাকলে

কোমর বেঁধে মাঠে নামে, তবে এটি

বিশেষ শ্রেণীর স্বার্থ উদ্ধারের জন্য হয়ে থাকে।

এরকম টাইপের .......

ওরা কোন লিঙ্গের?

খুব জটিল একটি প্রশ্ন, পোশাকের ধরন দেখে

ওদের চেনা খুবই দূরহ ব্যাপার। তবে

scientific গবেষণায় দেখা গেছে, ওরা

সাধারণত female, তবে পুরুষের

গুনাবলীর বহিঃপ্রকাশ করতে তারা সধা

চেষ্টা করে থাকে।

ওদের লিডার কে?

একাত্তরের একজন মুরগী চোর

ওদের লিডার বলে পরিচিত পায়।

continue ...........

বিষয়: বিবিধ

১৪০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228650
৩১ মে ২০১৪ দুপুর ০২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একেবারে ১০০% সহমত।
তাদের কাছে মানুষ মানে শুধু ব্রাম্মন। তাই লিমন কি ফেলানির জন্য তাদের কোন কষ্ট হয়না।
228715
৩১ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
হতভাগা লিখেছেন :


েএদের কথা বলছেন কি ?
০১ জুন ২০১৪ রাত ০৩:০৩
175529
স্বপ্নচারী মুসাফির লিখেছেন : আবার জিগায়
228848
০১ জুন ২০১৪ রাত ০৩:০৩
স্বপ্নচারী মুসাফির লিখেছেন : পুরাই সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File