হঠাৎ চুলকানি ওঠলো!

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১২ জুলাই, ২০১৪, ০১:৪৪:২০ রাত



হঠাৎ চুলকানি ওঠলো

চলো, চলো শাহবাগে চলো

শ্লোগান দেওয়া শুরু হলো।

ব্যানার তৈরী হলো।

নিজের দেশের কিছু প্রতিষ্ঠানের লিষ্ট

তৈরী করা হলো, শ্লোগান দেওয়া

শুরু হলো - যদি চেতনা কে

ভালো ভাসো, মুক্তিযুদ্ধের

চেতনা কে সমুন্নত রাখতে চাও

তাহলে এসব প্রতিষ্ঠান কে বর্জন করো।

কিছু টিভি চ্যানেল হুমরি খেয়ে

পড়লো, প্রচার করতে লাগলো-

লাখো জনতার একটায় দাবি

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার

কে কঠোর ব্যবস্থা নিতে হবে।

# দেশীয় প্রতিষ্ঠান নিষিদ্ধ করার জন্যই কি

এদেশ স্বাধীন হয়েছিল?

কার স্বার্থে, কিসের স্বার্থে তাদের এই

চুলকানি ওঠে তা এই দেশ বাসী বলে

করেই জনে।

এগুলোই হলে মীর জাফরের উত্তরশূরী।

ইসরাইলের পণ্যের লিষ্ট তৈরী করার মত

নসীব এদের হয় নি। দেশি পণ্যে কে

ধবংসের মুখে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে

এদের চেতনার বোমা ব্লাস্ট হয়।

সৃষ্টি হয় বেসিক ব্যাংকের মত প্রতিষ্ঠান।

বিষয়: বিবিধ

১১৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243959
১২ জুলাই ২০১৪ রাত ০৩:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File