রাক্ষসী ভারতের পরিকল্পনায় তিস্তা এখন সাহারা মরুভূমি

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ২০ এপ্রিল, ২০১৪, ১০:৩১:০১ রাত

ছোটবেলায় অনেক রাক্ষসীর গল্প শুনেছি

তবে ভারত নামক রাক্ষসীর গল্প তখন

শুনিনি। এখন চাক্ষুস দেখতেছি।

তিস্তা নদীতে এখন মাইলের পর মাইল

চর জেগেছে। নদীর অনেক স্থানে ঘন্টার

পর ঘন্টা পায়ে হেঁটেও এক ফোটা পানির

দেখা মেলেনা নদী অববাহিকায়।

অথচ এক সময় এই নদীতে প্রচুর মাছ

পাওয়া যেত। দেশি- ভিনদেশি সহ নানা

প্রজাতির মাছ ধরা পড়ত জেলেদের

জালে। তিস্তা নদীর মাছ মানেই সুস্বাদু।

তাই এর কদর ছিল গোটা নীলফামারী

তথা গোটা দেশ জুড়ে। কিন্ত গত কয়েক

বছর ধরে তিস্তা নদীর পানি প্রবাহ কমে

তিস্তা পাড়ের শত শত জেলে পরিবারে

নেমে এসেছে দুর্দিন। ফলে এখন তাদের

দিন কাটছে একবেলা খেয়ে না খেয়ে।

নাব্যতা হারিয়ে তিস্তা এখন মরুভূমিতে

পরিণত হয়েছে।

বিষয়: বিবিধ

১৩৮১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210923
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:০৩
নাবীল লিখেছেন : বাংলাদেশ এখন ভারতের অংশ।
210925
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:০৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : জেগে উঠতে হবে আমাদের।
210944
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৪
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : কার পরিকল্পনায় বুড়িগঙ্গা এখন বিষাক্ত?
210954
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:০৭
ইসতিয়াক হোসাইন জিপু লিখেছেন : কিসের ভিতরে কি পান্তা ভাতে ঘি!
ভাই নীলফামারী থেকে এক লাফে দরদ দেখাইয়া ঢাকায় আসলেন কার পরিকল্পনায়
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:১৩
159369
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : খোদ ঢাকার খবর নেই!! নীলফামারী উথলায়?
210962
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৪
ইসতিয়াক হোসাইন জিপু লিখেছেন : বুড়িগঙ্গা দূষিত করছি আমি আপনি। অনেক পদক্ষেপ নেওয়ার পরও নানা ভাবে বুড়িগঙ্গা দূষিত হচ্ছে। যার জন্য অসচেতনতা ই দায়ী। আপনার কথায় আমি এটা বুঝলাম, বিএসএফ যদি কোন বাংলাদেশী কে হত্যা করে তখন আপনি হয়তো এটাই বলবেন কুষ্টিয়ায় চরমপন্থিরা যে মানুষ হত্যা করছে এর কি হবে? একটি দেশ বাংলাদেশ কে মরুভূমি বানাচ্ছে তার কোন মাথাব্যথা নেই আর আর জবাব দিচ্ছেন নিজেদের সৃষ্টি দূষণের কথা। আসলে ভারত আপনার কি তা আমার জানা নেই!
২১ এপ্রিল ২০১৪ রাত ০২:৫৮
159397
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : মরুভুমির অর্থ বুঝেন? নাকি জেহাদী জোশে আবল তাবল...!
211096
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৬
ইসতিয়াক হোসাইন জিপু লিখেছেন : আন্নে কোন ইস্কুলের হেড মাস্টর? পন্ডিত গুরু মহাশয়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File