প্রশ্ন আউট-মাথায় বাড়ি!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ৩১ মে, ২০১৪, ০১:২৭:৪৯ দুপুর
দেশের মানুষ সবাই জানে
প্রশ্ন হলো আউট,
কিন্তু যারা দেখে এসব
তাদের নাকি ডাউট!
কেউ বলেছে প্রশ্ন আউট
প্রমাণ আছে হাতে,
দুষ্টুরা সব প্রশ্ন পেয়ে
আনন্দেতে মাতে।
ভালো যারা তাদের মনে
লাগলো ভীষণ খটকা,
মন্দরা তো খুশির ঠ্যালায়
ফুটায় বাজি পটকা।
এমনি করে পটকা ফোটে
প্রশ্ন করে ফাস,
এভাবেই ভালর মাথায়
ভাঙ্গে বোরাক বাঁশ।
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন