সেই বড়দের হাতেই যদি, শিশুরা হারায় পথ
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৭ মে, ২০১৫, ০২:৩০:১৫ দুপুর
অবাক হয়ে দেখছি নেট ও পেপারে
শরমে কিছু কই না ওসব ব্যাপারে
কথায় কথায় হচ্ছে এখন
শিশু নির্যাতন
দিনে দিনে কিছু মানুষের
হচ্ছে এমন পতন!
শিশু থাকে সবার আপন
সবার চোখের মণি
শিশুর সাথে সেই বড়দের
হয় না বনাবনি;
সুযোগ পেলেই নির্যাতনে
জর্জরিত করো
কোন বিবেকে শিশুর গায়ে
হাত বাড়িয়ে ধরো!
বড়ড় হাতের আদর স্নেহে, ছোটরা হয় মানুষ
স্বপ্ন দেখে নিত্য নতুন, উড়ায় রঙ্গিন ফানুস
সেই বড়দের হাতেই যদি, শিশুরা হারায় পথ
হারাবে তুমি ভালোবাসা, খোদার নেয়ামত!
বিষয়: বিবিধ
১৪৮৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিরোনাম চেন্জ করেছেন নাকি ?
ধন্যবাদ।
ভাল লাগলো, আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন